সংবাদদাতা, বারুইপুর: চিকিৎসকের লোগো বসানো গাড়িতে করেই মাদক পাচারের চেষ্টা। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১২০ কেজি গাঁজা। যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। শুক্রবার রাতে বারুইপুর-ক্যানিং রোডের কুড়ালি এলাকায় ধরা পড়ে ওই গাড়িটি। সঙ্গে ধরা পড়ে চারজন। তার মধ্যে এক মহিলাও আছেন। সবাইকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা। পুলিস সূত্রে খবর, ধৃত মহিলার নাম বাসন্তী সেনাপতি। তিনিই এই দলের মাথা। আসল বাড়ি ওড়িশার বালেশ্বরে। কিন্তু হাওড়ার ধূলাগড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি কয়েক বছর ধরে এই কারবার চালাচ্ছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ক্যানিংয়ের শৌভিক বৈদ্য, কুলতলির বাসিন্দা কার্তিক নস্কর এবং গাড়িচালক দেবনাথ নস্কর। এদের মাধ্যমেই ক্যানিং, জয়নগর, কুলতলি সহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো।
তবে কেন চিকিৎসকের লোগো বসানো গাড়ি ব্যবহার করা হল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। পুলিস জানিয়েছে, গাড়ির মালিকানার ব্যাপারে খোঁজ নেওয়া চলছে। এক তদন্তকারী অফিসার বলেন, এই মহিলা ওড়িশা থেকে মাদক এনে সঙ্গীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। কাদের এই মাদক সরবরাহ করা হতো, তা পুলিস খতিয়ে দেখছে।