ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
ছাড়ছে যে মেট্রো, তাতেই উঠতেন। সেই রেকগুলি এবার নোয়াপাড়ায় যাত্রী তুলে আসবে। ফলে যাত্রীদের একাংশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মেট্রো কর্তাদের একাংশের দাবি, নোয়াপাড়া একটি জংশন স্টেশন। সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত পৃথক লাইন রয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোপথ কার্যত তৈরি হয়ে পড়ে রয়েছে। কয়েকমাস আগে কমিশনার অব রেলওয়ে সেফ্টি (সিআরএস) এই রুটে পরিদর্শন সারেন। জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালুর লক্ষ্যেই নর্থ-সাউথ রুটে এই বদল আসতে চলেছে। তবে এই বদলের জন্য পরিকাঠামো ও কারিগরি ক্ষেত্রে কিছু বাধাও রয়েছে, যা যাত্রী পরিষেবায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের।
বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া স্টেশনের র্যাম্প দিয়ে মেট্রো রেক ঘোরানোর ট্রায়াল শুরু হয়েছে। আজ, শুক্রবারও সেই প্রক্রিয়া চলবে। শনি ও রবিবার যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম থাকায় মহড়া হিসেবে যাত্রীবোঝাই মেট্রোর যাত্রা দমদমের বদলে নোয়াপাড়ায় শেষ হবে। দু’দিন ধরে দেখা হবে নয়া ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি। প্রয়োজনীয় সংশোধন করে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানোর জন্য জিএমের তরফে রীতিমতো চাপ আসছে বলে জানিয়েছেন অপারেশন বিভাগের এক কর্তা। তাঁর দাবি, বুধবার জিএম মেট্রোর বিভাগীয় প্রধানদের নিয়ে এ বিষয়ে বৈঠকে বসেছিলেন। সেখানেই অবিলম্বে এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেন তিনি।