ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
নির্দেশ দেন।
অভিযোগ, ধৃত যুবক তাঁর ওয়ার্ডের একজনের নামে ট্যাক্সের রসিদ অর্থের বিনিময় অন্যের নামে করে দেয়। যাঁর নামে ওই জাল ট্যাক্সের রসিদ করে দেওয়া হয়েছিল, তিনি সেই রসিদ নিয়ে পুরসভায় মিউটেশনের জন্য আবেদনপত্র জমা দিতে যান। তখনই ওই বিভাগের কর্মীদের তৎপরতায় বিষয়টি সামনে আসে। ওই দপ্তরের কর্মীরা মিউটেশনের আবেদন জমা দিতে আসা যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে, অস্থায়ী ওই পুরকর্মীর নাম উঠে আসে। এরপর সেই কর্মীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে তিনি দোষ স্বীকার করেন। এরপরেই পুলিস তাঁকে গ্রেপ্তার করে।
এই বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, সরকারি নথি জাল করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, আমরা পুরসভার পক্ষ থেকে তা তদন্ত করে দেখছি।