ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
দক্ষিণবঙ্গে সড়কপথের পাশাপাশি নদীপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে ডায়মন্ডহারবার থেকে ত্রিবেণী পর্যন্ত বিভিন্ন নদীর পাড়ে থাকা ফেরিঘাট আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, উন্নত মানের ফেরিঘাট ও জেটি নির্মাণের পাশাপাশি ভেসেল চলাচলের পরিকাঠামোও গড়ে তোলা হবে। ইতিমধ্যেই হুগলি নদীর তীরে থাকা কয়েকটি ঘাট আধুনিকীকরণ করা হয়েছে। কয়েকটি জায়গায় কাজ চলছে, আবার কিছু জায়গায় শীঘ্রই কাজ শুরু হবে বলে খবর। এবার দামোদর ও রূপনারায়ণের ঘাটগুলি আধুনিকীকরণের উপর জোর দেওয়া হচ্ছে। দামোদরের পাড়ে রয়েছে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের গদাইপুর ও বাঁশবেড়িয়া ফেরিঘাট। আবার রূপনারায়ণের তীরে রয়েছে বাকসি মানকুর ফেরিঘাট ছাড়াও একাধিক ঘাট। এই ঘাটগুলি আধুনিকীকরণে জোর দিল পরিবহণ দপ্তর। সূত্রের খবর, বাগনান ১ এবং উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের পক্ষ থেকে প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এইসব ঘাটে যাত্রীদের ওঠানামার জন্য থাকবে জেটি, ওয়েটিং রুম ও শৌচালয়। এছাড়াও আলো সহ আধুনিক ফেরিঘাট গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। উলুবেড়িয়া ১ নম্বর ও এবং বাগনান ১ নম্বর ব্লকের বিডিও যথাক্রমে রিয়াজুল হক এবং মানসকুমার গিরি বলেন, ইতিমধ্যেই দু’টি ঘাটের প্রজেক্ট রিপোর্ট পাঠানো হয়েছে।