প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অন্যদিকে, কালীপুজোর দিনে মেট্রো রেলের কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক প্রবীণ। কালীঘাট মন্দিরে পুজো দিতে এদিন সকাল থেকেই বাড়তি ভিড় ছিল স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে। সেই সূত্রে সিসি ক্যামেরার ফুটেজের উপর কড়া নজরদারি চালাচ্ছিলেন মেট্রোকর্মীরা। পাশাপাশি প্ল্যাটফর্মে মোতায়েন ছিলেন পর্যাপ্ত আরপিএফ জওয়ান। এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ ৭৫ বয়সি ওই বৃদ্ধ কালীঘাট মেট্রোর প্ল্যাটফর্মে এসে হাঁটতে হাঁটতে কবি সুভাষগামী অর্থাৎ ডাউন লাইনের সামনের দিকে চলে গিয়েছিলেন। উল্লেখ্য, দিন কয়েক আগে আত্মহত্যা রুখতে এই কালীঘাট স্টেশনে গার্ড রেল বসানো হয়েছে। এই পরীক্ষামূলক ব্যবস্থা শুধু ডাউন প্ল্যাটফর্মেই বসানো হয়েছে। মনে করা হচ্ছে, ওই বৃদ্ধ মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় মেট্রো রেলের কর্মীরা তৎক্ষণাৎ প্ল্যাটফর্মে থাকা আরপিএফ জওয়ানদের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে জওয়ানরা তাঁকে প্ল্যাটফর্মের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে নিয়ে আসেন। মেট্রো কর্তারা প্রাথমিকভাবে ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন। তখন তিনি নিজেই আত্মহত্যার ভাবনার কথা স্বীকার করে নেন। এরপরেই খবর যায় কালীঘাট থানায়। কিছুক্ষণের মধ্যে পুলিস এলে তাঁকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।