কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার বড় বিশ্বেশ্বরপুর এলাকায় কয়েক মাস আগে রাজ্য সরকারের তহবিল থেকে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ হয়। সেই মতো বসানো হয় পাম্প। পাশাপাশি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইনেরও কাজ হয়েছে। কিন্তু দু’তিন মাস চলার পর সেই পাম্প অকেজো হয়ে পড়ে। এদিকে, জল ধরে রাখার জন্য তৈরি হয়েছিল রিজার্ভার। জল না ওঠায় সেই রিজার্ভারে জমেছে নোংরা, আগাছা। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে এই পাম্প বসানো হলেও কাজ হয়নি। কিছুদিন চলার পর তা বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে এলাকার মানুষ নিজেদের মতো করে পানীয় জলের সংস্থান করছেন। সরকারি টাকায় তৈরি হওয়া এই প্রকল্প মানুষের কোনও কাজেই লাগছে না। পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই প্রকল্প থেকে এই বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার জল নেওয়া হতো। কিন্তু এখন তা আর হচ্ছে না। প্রায় ২ হাজারের বেশি মানুষ বঞ্চিত পরিষেবা থেকে। স্থানীয় বাসিন্দা মিন্টু দে বলেন, এই প্রকল্প চালু হয়েছিল, কয়েক মাস মিলেছিল জল। কিন্তু বর্তমানে তা বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের বিষয়টিতে নজর দেওয়া দরকার। তাহলে, বহু মানুষ উপকৃত হবে।
এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, এলাকার মানুষের অভিযোগ ঠিক। কিছুদিন চলার পর এটি বেহাল হয়ে পড়ে। একাধিকবার সারাইও করা হয়েছিল। কিন্তু তারপরেও পুরোপুরিভাবে
সারাই সম্ভব হয়নি। কী কারণ তা আমাদের জানা নেই। তবে দ্রুত এটি সাধারণ মানুষের জন্য চালু করা হবে। -নিজস্ব চিত্র