নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির রাতে ফের বাড়ি ভেঙে বিপত্তি শহরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডালহৌসি এলাকায়। সেখানে একটি চারতলা পুরনো বাড়ির কার্নিস সহ দেওয়ালের একটি অংশ ভেঙে পাশে একটি মন্দিরের উপর পড়ে। এর ফলে আহত হয়েছেন পাঁচ এলাকাবাসী। তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্তোষ পাঠকও। হেয়ার স্ট্রিট থানা এলাকার ১৬ নম্বর নেতাজি সুভাষ রোডে রয়েছে এই বহু পুরনো বাড়িটি। সেখানে বেশ কয়েটি অফিস, বিভিন্ন সংস্থার গুদাম সহ একধিক আবাসিকও থাকেন। এদিন সন্ধ্যার পর আচমকাই সেই বাড়ির চারতলার একটা অংশ নীচে ভেঙে পড়ে। পাশেই ১৪ নম্বর নেতাজি সুভাষ রোড়ে একটি মন্দির রয়েছে। তার নীচে তখন বসে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা। গোটা কংক্রিটের চাঁই ভেঙে সেই মন্দিরের ছাদে পড়ে। ছাদ ভেঙে যায়। আহত হন পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিস। আসে কলকাতা পুরসভার ডেমোলিশন টিমও। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে, ভেঙে পড়া অংশবিশেষ রাতে টানা বৃষ্টি ও অন্ধকারের কারণে সরানো যায়নি। পুরসভার ডেমোলিশন টিমের এক সদস্য বলেন, বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে। তবে, এদিন রাতে কাজ করা সম্ভব হয়নি। আজ, শুক্রবার সকাল থেকে কাজে নামা হবে।