প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
রীতিমতো ব্যানার দিয়ে চলছে প্রচার। ব্যানারে লেখা– ‘আমি তাপসী মল্লিক। আমি রূপশ্রী। এই প্রকল্পে ২৫ হাজার টাকা পেয়েছি। বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদারকে আমি ভোট দেব। আপনারাও দিন।’ তাপসী বলেন, সরকারি এই সুবিধা পেয়েছে আমার মতো বহু অসহায় মানুষ। তাই আমরা দিদির হয়ে প্রচারে নামছি। এদিকে, স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে গলব্লাডার অপারেশন করিয়েছেন নবীননগরের সুলেখা বিশ্বাস। মাস দু’য়েক আগে অপারেশনের পর এখন তিনি পুরোপুরি সুস্থ।
সুলেখা বলেন, ওয়ার্ডের কাউন্সিলারের সঙ্গে আমিও ভোটের প্রচারে বের হচ্ছি। রাজ্য সরকারের প্রকল্পে সুবিধা পাওয়ার কথা বলব। গ্রামের মানুষকে সচেতন করে বলব, কোনও প্রতারণায় পা নয়। ওয়ার্ডের কাউন্সিলার চৈতালি ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে কয়েক লক্ষ মানুষ উপকৃত। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা। কোনও জোর করছি না, উপভোক্তারা নিজেরাই প্রচারে এগিয়ে এসেছেন। আসলে এটাই হল ‘মমতার গ্যারান্টি’।