Bartaman Patrika
কলকাতা
 

পোলবা দুর্ঘটনার পরেও শিক্ষা নেই
পুলকারের নজরদারি করবে কে,
তা নিয়ে চলছে চাপানউতোর

অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া, বিএনএ: পোলবার পুলকার দুর্ঘটনার পর যখন শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখন পুলকারে নজরদারির দায়িত্ব কার তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতি কার্যত ‘ভাগের মা গঙ্গা পায় না’র মতো। স্কুল কর্তৃপক্ষ ব্যক্তিগত উদ্যোগে ঠিক করা গাড়ির দায়িত্ব নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিচ্ছে। তেমনি প্রশাসনও প্রায় একই রকম দাবি করছে। প্রশাসনের দাবি, জেলায় নির্দিষ্ট কিছু গাড়ি ছাড়া অন্য গাড়িগুলি পুলকার হিসেবে চলেই না। ফলে অভিভাবক মহল কী করবে তা নিয়ে বিড়ম্বনায় পড়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের একাংশ স্কুল বদলে ফেলার কথাও ভাবতে শুরু করেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পরেও পুলিস বা প্রশাসনের তরফে পুলকার নিয়ে কোনও বিশেষ পদক্ষেপের পরিকল্পনা হয়নি। এদিকে, শনিবার ফরেনসিক বিশেষজ্ঞরা সরেজমিনে তদন্ত করে জানিয়ে দিয়েছে যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি প্রায় ৯০ কিলোমিটার বেগে চলছিল। ঠিক কী কারণে ওই গতিতে গাড়ি চলছিল, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত আছে।
জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোমনাথ চক্রবর্তী বলেন, যেগুলি পুলকার হিসেবে চলে, তার উপরে নজরদারি কর হয়। এছাড়া প্রতিদিনই আমাদের অফিসাররা গাড়ি পরীক্ষা সহ নজরদারি চালায়। এছাড়া বিশেষ কোনও ব্যবস্থা নেওয়ার নেই। কেউ ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে যদি বাচ্চাদের স্কুলে পাঠায়, সেক্ষেত্রে কী করা যেতে পারে? জেলার অধিকাংশ স্কুল যারা নিজেদের গাড়িতে বাচ্চাদের আনার ব্যবস্থা করে, তারাও এক্ষেত্রে অসহায়তার দাবি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল আধিকারিক বলেন, আমরা যে সমস্ত গাড়ি ব্যবহার করি, তা নিয়মিত নজরদারিতে থাকে। কিন্তু বাইরে থেকে কিছু মানুষ মিলে যদি আমাদের স্কুলে তাদের বাচ্চাদের পাঠায়, সেখানে কী করা যেতে পারে? ওই বিষয়ে আমাদের কোনও এক্তিয়ার নেই। পোলবার দুর্ঘটনাগ্রস্ত পুলকারে থাকা এক পড়ুয়ার বাবা সুমন মুখোপাধ্যায় বলেন, কিছু করার নেই। হয় স্কুল বদলাতে হবে, নয়তো বিকল্প ব্যবস্থা করতে হবে। গাড়ির ব্যবসায়িক প্রতিযোগিতার পুঁজি হিসেবে বাচ্চাকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। হয় আমাদের বাচ্চাকে নিয়ে যেতে হবে, নতুবা স্কুল বদলাতে হবে। আরও এক অভিভাবক ডলি পালও জানিয়েছেন, আদৌ ভাড়ার গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করা হবে কি না, তা তারাও বিবেচনা করছেন। জেলার পুলিস সুপার (গ্রামীণ) তথাগত বসু বলেন, তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা হবে।
জেলার অধিকাংশ বেসরকারি স্কুলেই নিজস্ব পুলকারের সংখ্যা কম। ফলে ইচ্ছুক পড়ুয়াদের পরিবারকে ব্যক্তিগত উদ্যোগেই সেখানে বাচ্চাদের পাঠাতে হয়। ফলে বেসরকারি ছোট গাড়িগুলির একাংশ দিনের দু’টি সময়ে পুলকার হিসেবে ব্যবহার করার চল আছে। অথচ এই গাড়িগুলির রং, গতিবেগ নিয়ন্ত্রণ এসব মাপকাঠিতে পুলকারের শ্রেণীতে পড়ে না। আবার অভিভাবকরাও গাড়িগুলির স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ ওয়াকিবহাল থাকেন না। ফলে নজরদারি ঠিকমতো হয় না। জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভাগীয় কর্মীরা মূলত সন্দেহের ভিত্তিতে গাড়ি পরীক্ষা করে। সমস্ত গাড়ি পরীক্ষার মতো পরিকাঠামো কার্যত নেই। শিশুদের পরিবহণকারী গাড়ি স্বভাবতই সন্দেহের ঊর্ধ্বে থাকে। সেই ফাঁক গলেই পোলবার অভিশপ্ত গাড়িটি আইন ফাঁকি দিতে পেরেছিল কি না, সে প্রশ্নও উঠে আসছে। তবে সবচেয়ে বেশি করে চর্চায় আসছে, পুলকার হিসেবে ব্যবহৃত গাড়িগুলির নজরদারি কীভাবে হবে বা কে করবে?

রাজাবাজারে কেমিক্যাল কারখানায়
ভয়াবহ আগুন, ছাই কয়েকটি দোকান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবারের দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল রাজাবাজার এলাকায়। এদিন দুপুর পৌনে দু’টো নাগাদ ২এ, গ্যাস স্ট্রিটের বাড়ির দোতলায় আগুন লেগে যায়। একটি কেমিক্যাল কারখানা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
বিশদ

ক্যান্সার নির্ণয় হবে কয়েক সেকেন্ডেই, বড়
সাফল্য যাদবপুরের অধ্যাপকের গবেষণায়

সৌম্যজিৎ সাহা, কলকাতা: শরীরে ক্যান্সার আছে কি না, কয়েক সেকেন্ডের মধ্যেই তা নির্ণয় করার উপায় বের করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ফিজিক্স বিভাগের গবেষণায় এক বিশেষ রকমের চিপ বের করেছেন অধ্যাপক-গবেষকরা।
বিশদ

এবার হাওড়ার নস্করপাড়ায় পুরসভার কলের জলে মিলল কেন্নো, বিছে 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কয়েকদিন আগে উত্তর হাওড়ার ১, ২, ৩, ৪ এবং ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ সালকিয়া, ঘুসুড়ি, লিলুয়ার বিভিন্ন অঞ্চলে পুরসভার টাইম কল থেকে ঘোলাটে, লালচে এবং দুর্গন্ধযুক্ত জল বেরনোর খবর সামনে এসেছিল। এবার পুরসভার পানীয় জলের সঙ্গে ছোট ছোট কেন্নো ও বিছে জাতীয় প্রাণী বেরতে দেখা গেল। 
বিশদ

নিমতার সাইকেল আরোহী খুনে গ্রেপ্তার ফেরার দম্পতি

 বিএনএ, বারাকপুর: নিমতায় সাইকেল আরোহীকে পিটিয়ে খুনের অভিযোগে পুলিস এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সুজয় দাস ও দিশানী দাস। তাদের বাড়ি বিরাটির উত্তর সপ্তগ্রাম এলাকায়। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানিয়েছে, ধৃতদের এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুর্ননির্মাণ করা হবে। বিশদ

পোলবার কারখানায় সরেজমিনে তদন্ত করল জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম 

বিএনএ, চুঁচুড়া: পোলবার রাজহাটে বিষাক্ত গ্যাস লিক করে শ্রমিক মৃত্যুর ঘটনায় কারখানায় সরেজমিনে তদন্ত করে গেল জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। এদিন বিশেষ ধরনের পোশাক, মাস্ক, যন্ত্রপাতি নিয়ে ২৪ জনের দল রাজহাটের ওই সীসা কারখানায় আসে। 
বিশদ

উলুবেড়িয়ায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস, মৃত হেল্পার, জখম ১৫ 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ৬ নম্বর জাতীয় সড়কে বালিবোঝাই লরিকে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। ঘটনায় প্রাণ হারালেন বাসের হেল্পার। অল্পবিস্তর জখম হয়েছেন আরও ১৫ জন বাস যাত্রী। রবিবার ভোরে উলুবেড়িয়া থানা এলাকার জামবেড়িয়ায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি বালিবোঝাই লরির পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস। 
বিশদ

 সচেতনতার বার্তা দিতে হোর্ডিংই অস্ত্র প্রগতি ময়দান থানার
‘অপরাধ দেখলে খবর দিন পুলিসে, আইন নিজের হাতে তুলে নেবেন না’

 সায়ন্ত ভট্টাচার্য, কলকাতা: শহরে গত দেড়-দু’বছরে বেড়েছে গণপিটুনির সংখ্যা। কোনও অপরাধ হলেই এলাকার মানুষ প্রথমে অভিযুক্তকে হাতে পেলে মারধরের পথেই হাঁটে। পুলিস আক্রান্ত অভিযুক্তকে যখন উদ্ধার করে, তখন হয় সে আধমরা অথবা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কার্যত কোমায় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
বিশদ

  হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু বারাসতের তৃণমূল কাউন্সিলার ও তাঁর ভাইয়ের

 বিএনএ, চুঁচুড়া এবং বারাসত: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বারাসত পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা পুর পারিষদ এবং তাঁর ভাইয়ের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির শিয়াখালার দেশমুখ মোড়ে। পুলিস জানিয়েছে, মৃত কাউন্সিলারের নাম প্রদ্যুৎ ভট্টাচার্য (৫১) এবং তাঁর ভাইয়ের নাম প্রণব ভট্টাচার্য (৪৮)। বিশদ

তিন তুতো দাদা, জেঠুর হাতে দীর্ঘদিন
ধরে ধর্ষণের শিকার হল দুই কিশোরী

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবারের সদস্যদের হাতেই দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হল দুই কিশোরী। পৃথক দু’টি অভিযোগই এসেছে রিজেন্ট পার্ক এলাকা থেকে। দিনের পর দিন মুখ বুজে যৌন অত্যাচার সহ্য করলেও শেষে সাহস সঞ্চয় করে থানায় অভিযোগ জানায় ওই দুই কিশোরী। বিশদ

আজ সাজা ঘোষণা বজবজের প্রবীণা খুনে দোষী সাব্যস্ত যুবক

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীণা সুমিত্রা জাসুসকে নৃশংসভাবে খুনের দায়ে অমিতাভ প্রামাণিককে দোষী সাব্যস্ত করলেন আলিপুরের অতিরিক্ত (১৭) জেলা ও দায়রা বিচারক শুভাশিস ঘোষাল। আজ, সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। বিশদ

দিব্যাংশর অবস্থার উন্নতি
‘ব্রেন ডেথ’-এর আগের অবস্থা থেকে লড়াই
শুরু করে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা ঋষভের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখ খোলা, কথা বলা এবং হাত-পা নাড়ানো। সারা পৃথিবীজুড়ে আশঙ্কাজনক রোগীদের সংজ্ঞা বা জ্ঞান কতটা আছে বা তাঁরা কতটা কোমাচ্ছন্ন, তা বোঝাতে এই তিনটি বিষয় দেখা হয়। তিনটি একত্রে সে সূচকে পরিমাপ করা হয়, তাকে বলা হয় ‘গ্লাসগো কোমা স্কেল’ বা জিসিএস। বিশদ

  সিঁথিকাণ্ড: পুলিস আসুরা বিবিকে তাঁর দাদা, বৌদির সঙ্গে দেখা করতে দিল না

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঁথিকাণ্ডে চুরির ঘটনায় অভিযুক্ত আসুরা বিবির সঙ্গে দেখা করতে পারলেন না তাঁর দাদা ও বৌদি। রবিবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দু’জন। কিন্তু পুলিস জানিয়ে দেয়, আসুরার সঙ্গে দেখা করা যাবে না। বিশদ

বালিখালে ট্রাফিক পুলিসকে হেনস্তা ও গায়ে তোলার অভিযোগে গ্রেপ্তার বাইকচালক

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কর্তব্যরত ট্রাফিক পুলিসকে হেনস্তা এবং তাঁর গায়ে হাত তোলার অভিযোগে এক বাইকচালককে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, শনিবার রাতে বালি থানা এলাকার বালিখালের কাছে রোড ডিভাইডার টপকে, নিয়ম না মেনে বাইক ঘোরাচ্ছিলেন এক ব্যক্তি। বিশদ

ক্যাম্পাসে, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিরোধিতা
ও বিদ্রুপের মুখে এবিভিপির যাদবপুর শাখা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্ররাজনীতির লালদুর্গ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ইউনিয়ন দখলের লড়াইয়ে নেমেছে এবিভিপি। কলা এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আটটি পদে প্রার্থী দিয়েছে তারা। বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, লালবাগ: শনিবার রাতে নবগ্রাম থানার পলসণ্ডায় ৩৪নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বহরমপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকে থাকা সমস্ত ...

হ্যামিলটন, ১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা ভারতীয় দল যে ধীরে ধীরে কাটিয়ে উঠছে, তা বিরাট কোহলিদের দেখলেই বোঝা সম্ভব। ২১ ফেব্রুয়ারি শুরু ...

হায়দরাবাদ, ১৬ ফেব্রুয়ারি (পিটিআই): ‘ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট’ (এফআরবিএম) মেনে বাজেট পেশ করা হয়েছে। তাই রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা স্থির করতে সেই আইন লঙ্ঘন করা হয়নি। যাবতীয় জল্পনা, বিতর্কে জল ঢেলে রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবিদাওয়ার মধ্যে কয়েকটি মিটলেও, বেতন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দাবি এখনও অনিশ্চিত। এমনই অভিযোগ অধ্যাপকদের। রবিবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৪৮তম বার্ষিক সম্মেলনে তা নিয়েই সরব হলেন তাঁরা।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম
১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডনের জন্ম
১৯৮৭ - ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর জন্ম।
২০০৯: সঙ্গীত শিল্পী মালবিকা কাননের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯১.৪৩ টাকা ৯৪.৭১ টাকা
ইউরো ৭৫.৮৫ টাকা ৭৮.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
15th  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৬০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৪৭৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,০৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  February, 2020

দিন পঞ্জিকা

৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (মাঘ কৃষ্ণপক্ষ) নবমী ২১/১ দিবা ২/৩৬। জ্যেষ্ঠা ৫৭/৩৩ শেষরাত্রি ৫/১৪। সূ উ ৬/১১/৩৯, অ ৫/২৯/৩৯, অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২০ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৭/৩৬ গতে ৯/১ মধ্যে পুনঃ ২/৪০ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫১ মধ্যে।
৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, নবমী ৩১/৪০/৩৫ রাত্রি ৬/৫৪/৫৬। অনুরাধা ৮/১/৪০ দিবা ৯/২৭/২২। সূ উ ৬/১৪/৪২, অ ৫/২৮/৫৮। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৫৮ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২৩ গতে ২/৪১ মধ্যে। কালবেলা ৭/৩৮/৫৯ গতে ৯/৩/১৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/৭ গতে ১১/৫১/৫০ মধ্যে।
 ২২ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। বৃষ: পুরোনো সম্পর্ক থাকলে তা আবার নতুন ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে  
১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা ...বিশদ

07:03:20 PM

স্ত্রীর সাহায্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত দম্পতি 
বাঘাযতীনে স্ত্রীর সাহায্যে বছর ২২-এর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ...বিশদ

07:34:00 PM

পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭, জখম ২০

06:58:00 PM

মত্ত অবস্থায় পুলকার চালানোর অভিযোগে আটক চালক 
পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যজুড়ে পুলকার আটকে ...বিশদ

05:58:22 PM

নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি ৩ মার্চ
নতুন করে ফের নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিনক্ষণ ঘোষণা হল। আগামী ...বিশদ

04:22:33 PM