বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ভারতের ‘রিপিটারে’ বাংলাদেশে সাঙ্কেতিক ভাষায় কথা! কার্যক্ষমতা কমাল রেডিও ক্লাব

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অশান্ত বাংলাদেশ। ভারত বিরোধী প্রচার অব্যাহত। কলকাতা দখলেরও হুমকি শোনানো হয়েছে ওপার বাংলা থেকে! এই অবস্থায় ভারতের রিপিটার ব্যবহার করে অ্যামেচার রেডিওতে কোড ল্যাঙ্গুয়েজে বা সাঙ্কেতিক ভাষায় কথা বলছে সন্দেহভাজন কিছু বাংলাদেশি। সম্প্রতি, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের (অ্যামেচার রেডিও) হাতে এই তথ্য উঠে এসেছে। তাঁরা রেডিওতে ওই সন্দেহভাজনদের পরিচয় জানতে চেয়েছিলেন। কিন্তু, ওই বাংলাদেশিরা নিজেদের পরিচয় গোপন করে গিয়েছে। তারা ‘কল সাইন’ জানায়নি। সন্দেহ তৈরি হয়েছে তাতেই। কিন্তু, কী কথা বলছে, তা ডি-কোড করা যায়নি। তাই দেশের নিরাপত্তার স্বার্থে ঢাকা পর্যন্ত রেঞ্জ থাকা রিপিটারের কার্যক্ষমতা কমিয়ে দিয়েছে এই রেডিও ক্লাব, যাতে বাংলাদেশের লোকজন আর ভারতের রিপিটার ব্যবহার করতে না-পারে।
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বৈধ লাইসেন্স নিয়ে ব্যবহার করতে হয় অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও। এই রেডিও অপারেটরদের জন্য একটি স্পেকট্রাম নির্দিষ্ট করা আছে। কথা বলার সময়, নিজের কল সাইন দিতে হয়। অর্থাৎ, নিজের পরিচয়। বিপর্যয়ের সময় এই অ্যামেচার রেডিও অপারেটররা সহযোগিতার কাজ করেন। বিপর্যয়ের সময় আবহওয়ার সমস্যার জন্য সিগন্যাল কম থাকে। তাই বেশ কয়েকমাস আগে সোদপুরে একটি রিপিটার বসিয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। সংগঠনের দাবি, ওই রিপিটারের রেঞ্জ বাংলাদেশের ঢাকা পর্যন্ত। অর্থাৎ, ওই দেশের লাইসেন্সপ্রাপ্ত সদস্যরাও এই রিপিটার ব্যবহার করতে পারেন।
অ্যামেচার রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাধারণ সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, কিছুদিন আগেই আমরা লক্ষ করেছি, সোদপুরের রিপিটার ব্যবহার করে বাংলাদেশে কিছু সন্দেহভাজন কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আমরা তাদের কল সাইন জিজ্ঞাসা করেছি। কিন্তু, কোনও উত্তর পাইনি। অম্বরীশ বলেন, কোডে কথা বললেও বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে। কিন্তু, খুব দ্রুত। লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা কল সাইন গোপন করেন না। তাই বিষয়টি নিয়ে আমরা উদ্বিঘ্ন। কারণ, আমাদের দেশের রিপিটার ব্যবহার করেই ওরা কথা বলছে! তাই আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে আমরা ওই রিপিটারের ইনপুট 
এবং আউটপুট কার্যক্ষমতা কমিয়ে দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হচ্ছে।
27d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা