বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জেড মোড় টানেলের উদ্বোধন মোদির, সহজ হবে শ্রীনগর-লাদাখ যোগাযোগ

বিশেষ সংবাদাতা, সোনমার্গ: আরও একটি স্বপ্ন পূরণ হল জম্মু ও কাশ্মীরের। সাধারণের জন্য খুলে গেল নবনির্মিত জেড মোড় টানেল। সোনমার্গের এই সুড়ঙ্গের হাত ধরে বদলে যাবে উপত্যকার সড়ক পরিবহণের চালচিত্র। জোয়ার আসবে পর্যটনেও। সুরক্ষিত হবে দেশের নিরাপত্তাও। এই সুড়ঙ্গ ব্যবহার করে সহজেই পৌঁছে যাওয়া যাবে লাদাখে। সেখানকার সেনাঘাঁটিগুলিকে সহজে পাঠানো যাবে অস্ত্রশস্ত্র ও রসদ। সেইসঙ্গে শ্রীনগর থেকে জনপ্রিয় পর্যটন স্থান সোনমার্গে যাতায়াতেরও সুবিধা হবে। সোমবার এই সুড়ঙ্গের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি সহ অন্যান্যরা। প্রতিশ্রুতি পূরণের জন্য এদিন মোদির প্রশংসা করেন ওমর। 
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৬৫০ ফুট উচ্চতায় এই টানেল তৈরিতে খরচ হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ শ্রীনগর ও সোনমার্গের মধ্যে সারা বছর যোগাযোগ রাখতে সাহায্য করবে। শীতকালে প্রবল তুষারপাতে বাকি উপত্যকার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় সোনমার্গ। সেই সমস্যার স্থায়ী সমাধান হবে এবার। সেইসঙ্গে লাদাখের সঙ্গে শ্রীনগরের দূরত্ব ৪৯ কিলোমিটার থেকে কমে হবে ৪৩ কিলোমিটার। জরুরিকালীন সময়ে টানেলের ভিতর উদ্ধারকাজের জন্য রয়েছে সাড়ে সাত মিটার চওড়া প্যাসেজ। ২০২৮ সালের মধ্যে জোজিলা টানেলের কাজ সম্পূর্ণ হবে। ফলে ভারী তুষারপাতের মধ্যেও পৌঁছে যাওয়া যাবে লে, কার্গিলের মতো এলাকায়। 
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এটাই মোদি—যা প্রতিশ্রুতি দেয়, করে দেখায়। উপত্যকাবাসীর জন্য যে আশ্বাস দেওয়া হয়েছে তা পূরণ করা হবে।’ এভাবে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর ইঙ্গিতই প্রধানমন্ত্রী দিলেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর একটা সময় থাকে। তাই সঠিক সময়ে সেগুলি বাস্তবায়িত হবে। 
এদিন সুড়ঙ্গ উদ্বোধনের সময় প্রতিশ্রুতি রক্ষার জন্য মোদিকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর। কাশ্মীরবাসীর উন্নয়ন ও ফের নিজেদের সরকার নির্বাচিত করতে পারবেন বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই কথা রাখার জন্য মোদির প্রশংসা করেন ওমর।
22h 22m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা