বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সাধারণতন্ত্র দিবসে ট্র্যাক্টর র‌্যালি কৃষকদের, দিল্লিতে ফিরবে ৪ বছর আগের স্মৃতি?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার বছর আগের স্মৃতি কি ফিরতে চলেছে চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে? প্রশ্ন উঠছে, কারণ আন্দোলনকারী কৃষকরা সোমবার ঘোষণা করেছেন যে, কেন্দ্রের মোদি সরকারের বিরোধিতায় আগামী ২৬ জানুয়ারি দেশব্যাপী ট্রাক্টর মিছিল এবং বাইক র‌্যালি করা হবে। এদিন পাঞ্জাব, হরিয়ানার সীমানা এলাকায় কো-অর্ডিনেশন কমিটির একটি বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা। সেখানে যোগ দিয়েছে পাঞ্জাব, হরিয়ানার দু’টি সীমানা এলাকায় আন্দোলনকারী কৃষক সংগঠন কিষান মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষান মোর্চাও (অরাজনৈতিক)। আর সেই বৈঠকের পরই এই ব্যাপারে জরুরি সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন আন্দোলনরত সর্বভারতীয় কৃষক নেতৃত্ব। 
সামগ্রিক বিষয়টিকেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ চার বছর আগে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছিল দিল্লি। রীতিমতো ভাঙচুর চালানো হয়েছিল লালকেল্লায়। সেখানে জাতীয় পতাকা নামিয়ে নিজের সংগঠনের পতাকাও টাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। চরম ডামাডোলে মারাও গিয়েছিলেন একজন আন্দোলনকারী। ফলে এবার আন্দোলনরত কৃষকদের একইভাবে ট্রাক্টর মিছিল এবং বাইক র‌্যালির ঘোষণায় আদতে সিঁদুরে মেঘই দেখছে দিল্লির পুলিস-প্রশাসন। 
যদিও প্রশাসনের পক্ষ থেকে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর এবং বাইক নিয়ে মিছিল করে দিল্লিতে প্রবেশের কোনও প্রশ্নই নেই। আন্দোলনকারীদের কোনওরকম অনুমতি দেওয়া হবে না। শুধু তাই নয়। সাধারণতন্ত্র দিবসের ঢের আগেই দিল্লি, উত্তরপ্রদেশ এবং দিল্লি, হরিয়ানার তামাম সীমানা এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। অর্থাৎ, প্রেক্ষিত পাল্টে গেলেও চার বছর আগের মতোই আবারও সাধারণতন্ত্র দিবসে কেন্দ্র-কৃষক সংঘাতের আবহ ক্রমশ চড়া হচ্ছে। যদিও আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি স্পষ্টই জানিয়ে দিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এমন কোনও কর্মসূচি নেওয়া হবে না। বিজেপি সরকার এবং তার পুলিস-প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃষকদের কর্মসূচিকে জঙ্গি আন্দোলন হিসেবে দাগিয়ে দিতে চাইছে। উস্কানিও দেওয়া হচ্ছে। কিন্তু কৃষকরা বিজেপির ফাঁদে পা দেবেন না। শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলবে।
27d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা