বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জিতলে হরিয়ানার মুখ্যমন্ত্রী কে হবেন, মতভেদ গান্ধী পরিবারেই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানা জয় একপ্রকার নিশ্চিত বলেই মনে করছে কংগ্রেস। কিন্তু কে হবেন মুখ‌্যমন্ত্রী? তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তুঙ্গে। এআইসিসি সূত্রে খবর, ভূপিন্দর সিং হুডাকেই মুখ্যমন্ত্রীর পদে বসাবে হাইকমান্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডার নেতৃত্বেই এবার ভোট হয়েছে হরিয়ানায়। তিনি জাঠ সম্প্রদায়ের প্রতিনিধি। এবার ভোটে জাঠ, দলিত আর মুসলিমরা কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছে ব঩লেই দলের অভ্যন্তরীণ রিপোর্ট। 
যদিও মুখ্যমন্ত্রী ইস্যুতে খোদ গান্ধী পরিবারের অন্দরেই চলছে টানাপোড়েন। রাহুল গান্ধী চান, ৭৭ বছরের হুডার পরিবর্তে অপেক্ষাকৃত তরুণ কাউকে বসানো হোক। অথবা দলিত উদয় ভানকে। তিনি এখন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি হুডা ঘনিষ্ঠও। তাই তাঁকে মুখ্যমন্ত্রী করলে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে বলেই রাহুলের মত। সেটি হল, হুডার ঘনিষ্ঠকেও বসানো হল। আবার মুখ্যমন্ত্রী পদের দাবিদার দলিত নেত্রী কুমারী শেলজারও মুখ বন্ধ হল। 
কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পছন্দ ভূপিন্দর হুডাই। সেই কারণে তাঁকে দিল্লিতে ডেকে কথাও বলেছেন খাড়্গে। স্রেফ জনপ্রিয়তার কারণই নয়। হরিয়ানা তো বটেই, লোকসভার ভোটেও ভূপিন্দর হুডা দলের আসন বাড়ানো জন্য কাজ করেছেন। হরিয়ানার ১০ লোকসভায় আসনের মধ্যে কংগ্রেস জিতেছে পাঁচটি। অন্য কাউকে মুখ্যমন্ত্রী করলে ভবিষ্যতে যদি তিনি দলের বিপক্ষে গিয়ে বিপদে ফেলেন, তা নিয়েও চাপা আতঙ্কে রয়েছে হাইকমান্ড। তাই ১০ বছর মুখ্যমন্ত্রীর অভিজ্ঞতা সম্পন্ন হুডার ফের একবার সরকারের শীর্ষ পদে বসা প্রায় নিশ্চিত বলা যেতে পারে।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা