বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

এবার নয়া অভিযোগ সেবি প্রধানের বিরুদ্ধে, মোদিকে তোপ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের কংগ্রেসের নিশানায় ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারপার্সন  মাধবী পুরী বুচ।  তাদের অভিযোগ, সেবি প্রধান ও তাঁর পরিবার চীনের সংস্থায় লগ্নি করছেন। সেবি প্রধানের মদতে চীনের একের পর এক সন্দেহজনক সংস্থা ভারতের শেয়ার বাজারে বিদেশি আর্থিক সংস্থা হিসেবে বিপুল টাকা লগ্নি করে গিয়েছে। আর এসব তথ্য মোদি সরকার জানতেই পারল না? অর্থমন্ত্রক, কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক কী করছিল? প্রধানমন্ত্রী কিছুই জানতে পারলেন না? সেবি প্রধানকে নিয়ে এমনই সব প্রশ্ন তুলে কংগ্রেস সরাসরি বিদ্ধ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 
শনিবার কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, সেবি প্রধানের পদে থাকলে সর্বাগ্রে জানা যায় কোন শেয়ারের গতিপ্রকৃতি কোনদিকে। একে শেয়ার বাজারের পরিভাষায় বলা হয়, আনপাবলিশড প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন। সেবির সঙ্গে যুক্ত থাকাকালে ২০১৭ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ঠিক এভাবেই শেয়ার বাজারে তালিকাভুক্ত সংস্থাগুলির গোপন সংবাদ আগাম জেনে গিয়ে মাধবী লগ্নি করেছেন অন্তত ৩৭ কোটি টাকা। আর তার বিনিময়ে বিপুল মুনাফাও করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। বিদেশি সংস্থার সম্পদ অর্থাৎঅংশিদারিত্ব কারও কাছে থাকলে সেটা সরকারের কাছে ঘোষণা করতে হয়। বিশেষ করে দেশের স্বশাসিত কোনও সংস্থার প্রথম সারির পদাধিকারী হলে তো বটেই। আর সেই কারণেই প্রধানমন্ত্রীর কাছে কংগ্রেসের প্রশ্ন যে, সেবি প্রধান ওই সময়সীমায় ভ্যানগার্ড টোটাল স্টক, এআরকে ইনোভেশন, গ্লোবাল এক্স, চায়না কনজিউমার, ইনভেসকো চায়না টেকনোলজি ইত্যাদি সংস্থায় লগ্নি করেছেন। ঠিক যে সময় চীনের সঙ্গে সীমান্তে ভারতের সেনা জওয়ানদের চলছে সংঘর্ষ (লাদাখে) সেই সময়ই সেবি প্রধান কীভাবে চীনের সংস্থায় লগ্নি করেই গেলেন? খেরা বলেছেন, আমরা ২০২০ সালের মে মাসে চীনের লালফৌজের ভারতে অনুপ্রবেশের পর থেকেই চীন নিয়ে প্রতিবাদ করে আসছি। আমাদের প্রশ্ন ছিল, কেন এবং কীভাবে ওই সময়ও চীনের অর্থ শেয়ারবাজারে এবং ভারতীয় সংস্থায় চীনের অর্থলগ্নি ঢুকছে? পানামা বা প্যারাডাইস পেপারে নাম থাকা কোনও কোম্পানিতে মাধবী বা তাঁর পরিবারের কোনও সদস্য লগ্নি করেছেন কিনা, তাও জানতে চেয়েছেন খেরা। এই প্রসঙ্গে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নিজেই বহুবার বলেছেন যে, তিনি ও তাঁর সরকার দুর্নীতির বিরুদ্ধে।  কিন্তু এই সব অনিয়ম নিয়ে সেই সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা