বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করেছে ৩ পরিবার, ভোট প্রচারে আক্রমণ মোদির
 

বিশেষ সংবাদদাতা, ডোডা: জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করার জন্য আবদুল্লা, মুফতি ও গান্ধীরা দায়ী। উপত্যকায় ভোট প্রচারে গিয়ে এভাবেই একযোগে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ডোডার এক জনসভায় মোদি দাবি করেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হওয়ার মুখে এই কেন্দ্রশাসিত অঞ্চলের ভবিষ্যৎ কী হবে, তা এবারের বিধানসভা নির্বাচনই ঠিক করে দেবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও কংগ্রেস নিজেদের প্রাসঙ্গিক রাখতে সাত দশক ধরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে মদত দিতে এসেছে। একইসঙ্গে, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত এলাকা ও পর্যটকদের জন্য স্বর্গ বানানোই আমাদের লক্ষ্য।’ দ্রুত দিল্লি থেকে শ্রীনগর সরাসরি ট্রেন চালু হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিনের সভায় প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে জম্মু-কাশ্মীর বিদেশি শক্তির কাছে চক্ষুশূল হয়েছিল। তারাই নানারকম ষড়যন্ত্র করতে শুরু করে। তারপর বিভিন্ন পরিবারের রাজনীতি জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও কংগ্রেস ২০০০ সাল থেকে পঞ্চায়েত নির্বাচন করাতে ব্যর্থ হয়েছে। বিজেপি সরকারই তৃণমূল স্তর পর্যন্ত গণতন্ত্র পৌঁছে দিতে পেরেছে। প্রথমবার ব্লক ডেভেলপ কাউন্সিল ও ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন হয়েছে ও তরুণরা এগিয়ে এসেছে। এরপর ফের বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে তিনটি পরিবারের সঙ্গে স্বপ্নের পিছনে দৌড়নেো জম্মু ও কাশ্মীরের তরুণদের মধ্যে সরাসরি লড়াই হবে।’ একসময় পুলিস ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পাথর ছুড়ত যুবরা। সেই পাথরই এখন বিশাল ভবন তৈরিতে ব্যবহার হচ্ছে। কিস্তাওয়ার আসনের বিজেপি প্রার্থী শাগুন পারিহারের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, শাগুনের বাবা-মাকে সন্ত্রাসবাদীরা খুন করেছিল। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ হিসেবেই তাঁকে টিকিট দেওয়া হয়েছে। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা