বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জ্ঞানবাপী শিব মন্দিরই যোগীর দাবি নিয়ে বিতর্ক

বারাণসী: জ্ঞানবাপী মন্দির নাকি মসজিদ, এনিয়ে বিতর্ক বহুদিনের।  হিন্দুদের দাবি, জ্ঞানবাপী আসলে ছিল মন্দির। সপ্তদশ শতকে তা ভেঙে মসজিদ করা হয়। এই মসজিদ নিয়ে এখন আদালতে মামলা চলছে। এরইমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন। শনিবার গোরক্ষপুরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর দাবি, ‘জ্ঞানবাপী আসলে শিবের মন্দির। অথচ কী দুর্ভাগ্য, লোকজনের কাছে তা মসজিদ হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু জ্ঞানবাপী সাক্ষাৎ বাবা বিশ্বনাথ।’ গত কয়েক বছর ধরে জ্ঞানবাপীকে কেন্দ্র করে আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্ট সহ একাধিক আদালতে। বিচারাধীন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেধেছে।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে চূড়ান্ত ধাক্কা খাওয়ার পর এভাবেই হিন্দুত্বের রাজনীতিকেই আঁকড়ে ধরেছেন যোগী। একইসঙ্গে এই বিবাদের নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রী ঘুরিয়ে মুসলিম সমাজের উপরই  দায় ঠেলে দিয়েছেন।  তাঁর দাবি,  জ্ঞানবাপীর পরিচয় নিয়ে যে বিভ্রান্তি তা শুধু বারাণসীতে  উপাসনা বা প্রার্থনার ক্ষেত্রেই নয়,  জাতীয় ঐক্য ও অখণ্ডতার ক্ষেত্রেও সবচেয়ে বড় বাধা। অতীতে সমাজ যদি এই প্রতিবন্ধকতাটি  চিহ্নিত করতে পারত, তাহলে দেশ কখনই উপনিবেশে পরিণত হত না। 
চলতি বছরের ফেব্রুয়ারিতে বারাণসীর একটি আদালত হিন্দু ভক্তদের জ্ঞানবাপী মসজিদের অভ্যন্তরের বন্ধ অংশে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দেয়। আদালতের নির্দেশে সেখানে পূজার্চনা শুরু করেন তাঁরা। চলতি সপ্তাহের শুরুর দিকে হিন্দুপক্ষ বারাণসীর আদালতে আর্জি জানায়। সেখানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগকে দিয়ে জ্ঞানবাপী চত্বর খননের অনুমতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর সেই আর্জির শুনানি। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা