দেশ

প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সিপিএম নেতা। গতকাল অর্থাৎ বুধবারই জানা গিয়েছিল সিপিআইএম-এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতেই। দেওয়া হয়েছিল রেসপিরেটারি সাপোর্ট।
গত ১৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ইয়েচুরি। তারপর থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন। জানা গিয়েছিল, তাঁর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে। পরীক্ষায় ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে পড়ে। পরে তা ছড়িয়ে পড়ে বাকি অংশেও। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনেও। গত ৩১ আগস্ট সিপিআইএম-এর পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের মাল্টি ডিসিপ্লিনারি টিম তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। তবে গতকাল রাতের দিকেই শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হয় বর্ষীয়ান এই বাম নেতার। এরপর আজ দুপুর ৩টে ৫ মিনিটে প্রয়াত হন ইয়েচুরি। তাঁর মৃত্যুতে বড়সড় শূন্যতা তৈরি হল ভারতের রাজনৈতিক মহলে। বাম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তে বাম নেতা-কর্মী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বিভিন্ন স্তরের রাজনীতিবিদরাও। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
27d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা