বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হরিয়ানায় ৬৫ আসন পেয়ে সরকার গড়বে কংগ্রেস, রিপোর্ট দলের সমীক্ষায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাঁটা কোন্দল। তা না হলে হরিয়ানায় ৫৯ থেকে ৬৫ আসন পেয়ে তারা সরকার গড়তে চলেছে বলেই অভ্যন্তরীন সমীক্ষায় রিপোর্ট কংগ্রেসের। আম আদমি পার্টির সঙ্গে জোট না হলেও নির্বাচনে দলের ফলাফলে তেমন কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলেই কংগ্রেসের অন্দরের হিসেব। রাজ্যের ৯০টি আসনেই অভ্যন্তরীন সমীক্ষা রিপোর্ট সংগ্রহ করেছেন দলের পর্যবেক্ষকরা। তাতে দেখা যাচ্ছে, পাল্লা ভারী  কংগ্রেসের দিকেই।  স্রেফ দলের অন্দরে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখলেই হবে। তাই অবিলম্বে দলীয় কোন্দল কমানোর দিকেই জোর দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। তাতে ফলও মিলেছে। ভূপিন্দর এবং রণদীপ, দুই জাঠের অভ্যন্তরীন লড়াই অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলেই এআইসিসি সূত্রে খবর। উভয়েই মুখ্যমন্ত্রী হতে চান। ওই দাবিতে পিছিয়ে নেই দলিত নেত্রী কুমারী সেলজা। 
রণদীপ সিং সুরজেওয়ালা এখন রাজস্থান থেকে কংগ্রেসের রাজ্যসভার এমপি। তাই তিনি ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে গেলে সংসদের উচ্চকক্ষে দলের আসন কমে যাবে। কারণ, রাজস্থানে এখন বিজেপির শাসন। তারাই পেয়ে যাবে ওই ছেড়ে যাওয়া আসনটি। তাই সুরজেওয়ালাকে বোঝানো হয়েছে তাঁর পুত্রকে টিকিট দেওয়া হবে। ফলে তিনি যেন হরিয়ানা জয়ে কোনওভাবে বাধা হয়ে দাঁড়ান। একইভাবে সেলজাকে বলা হয়েছে, সদ্য লোকসভা জিতেছেন। এখনই বিধানসভায় টিকিট দেওয়া সম্ভব নয়। 
কংগ্রেস হাইকমান্ড সেই মতো রাজ্যের দাপুটে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুডাকে সামনে রেখেই লড়াইয়ে নামছে। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় ভোট। হরিয়ানায় গতবার (২০১৯ সালে) ৩১ টি জিতেছিল কংগ্রেস। বিজেপি ৪০। ফলে ফারাক তেমন ছিল না। এবার এখনও পর্যন্ত কংগ্রেস ৪০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। নির্বাচনী প্রচারও শুরু হয়ে গিয়েছে প্রদেশস্তরে। শীঘ্র নামবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে। যাবেন প্রিয়াঙ্কা গান্ধীও। 
হরিয়ানা হারলে চলবে না বলেই দলকে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটিই প্রথম কোনও রা঩জ্যের ভোট, যেখানে লড়াই কংগ্রেস বনাম বিজেপির। তাই লোকসভার মতোই  মোদিকে ধাক্কা দিতে মরিয়া কংগ্রেস। বিজেপিকে হারিয়ে ১০ বছর পর ফের হরিয়ানায় সরকারে ফিরতে ঝাঁপাচ্ছে দল। হাইকমান্ডের বার্তা, কোনওভাবেই রাজস্থানের মতো প্রায় জেতা ম্যাচ হারা চলবে না। 
জুলানা কেন্দ্রের প্রার্থী ভিনেশ ফোগাট ও কংগ্রেস নেতা দীপেন্দর হুডা। পিটিআই 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা