বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কলম্বাস নন, আমেরিকার আবিষ্কর্তা ভারতীয় নাবিকরা: মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী

নয়াদিল্লি: আমেরিকা কে আবিষ্কার করেছিলেন? উত্তরটা সকলেরই জানা—কলম্বাস। ছোটবেলা থেকে এই তথ্য আমরা জেনে এসেছি। কিন্তু, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দের সিং পারমারের দাবি, এই উত্তরটা ভুল। কলম্বাস নন, ভারতীয় নাবিকরাই আমেরিকা আবিষ্কার করেছিলেন। এখানেই থামেননি তিনি। মন্ত্রীর দাবি, এক ভারতীয় স্থপতি চীনের বেজিং শহরটি সাজিয়ে তুলেছিলেন। সেই সঙ্গে, পৃথিবীর আকৃতি নিয়ে সর্বপ্রথম ঋকবেদেই বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা। 
এদিন ভোপালের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানে নিজের বক্তব্যের সপক্ষে পারমার জানান, ভারতীয়দের সম্পর্কে ভুল তথ্য জানানো হয়েছে ও হচ্ছে। এজন্য সরাসরি ইতিহাসবিদদের কাঠগড়ায় তুলেছেন তিনি। পারমার জানিয়েছেন, ভারতের প্রকৃত শক্তিকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করেছেন ইতিহাসবিদেরা। ভুয়ো-মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে। তার জেরে বিশ্বের কাছে এদেশ সম্পর্কে নেতিবাচক ছবি উপস্থাপিত হয়েছে। মন্ত্রী বলেন, আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, শৈলী, যোগ্যতায় অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। তাই আমাদের হীনমন্যতা কাটিয়ে বেরতে হবে। এরপরই কলম্বাসের প্রসঙ্গ টেনে আনেন তিনি। পারমার জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের একটা মিথ্যা বিষয় পড়ানো হয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। অষ্টম শতাব্দীতে ভারতীয় নাবিক আমেরিকা গিয়েছিলেন। সেখানে গিয়ে সান দিয়েগোতে  একাধিক মন্দির তৈরি করেছিলেন। মার্কিন সংগ্রহালয় ও পাঠাগারে এসংক্রান্ত প্রচুর তথ্য রয়েছে। এপ্রসঙ্গে বলতে গিয়ে ভাস্কো দা গামার ভারতে আসা নিয়ে প্রচলিত তত্ত্ব খারিজ করে দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, চন্দন নামে এক ভারতীয় ব্যবসায়ীকে অনুসরণ করে ভারতে এসেছিলেন ভাস্কো দা গামা। নিজেই সেকথা লিখেছিলেন। উল্লেখ করেছেন, চন্দনের জাহাজ তাঁর জাহাজের তুলনায় দুই থেকে চার গুণ বড় ছিল। কিন্তু, আমাদের পড়ানো হয় যে, ভাস্কো দা গামাই ভারতে আসার সামুদ্রিক পথ আবিষ্কার করেছিলেন। -ফাইল চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা