দেশ

ছাত্রমৃত্যুকে ঘিরে উত্তাল গুয়াহাটি আইআইটি, পদত্যাগ করলেন ডিন

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গুয়াহাটি আইআইটি। পড়ুয়াদের তুমুল বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ডিন। জানা গিয়েছে, গত সোমবার হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। তাঁর নাম বিমলেশ কুমার। বাড়ি উত্তরপ্রদেশে। ২১ বছরের বিমলেশ কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ। তাঁদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। পড়াশুনো নিয়ে অতিরিক্ত চাপ দিচ্ছে কর্তৃপক্ষ। গোটা ব্যবস্থা সংস্কারের দাবি তোলেন তাঁরা। সংবাদ সংস্থাকে এক পড়ুয়া জানিয়েছেন, ভালো ফল করার পরও শুধু উপস্থিতির হার কম থাকায় প্রায় ২০০ পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপ কোনওভাবইে মেনে নেওয়া যায় না। দু’-একজন পড়ুয়াকে নিয়ে সমস্যা হতে পারে। কিন্তু, এতজন ছাত্র-ছাত্রীর ত্রুটি থাকা সম্ভব নয়। কর্তৃপক্ষের এই পদক্ষেপের কারণে পড়ুয়াদের উপর মাত্রাতিরিক্ত চাপ তৈরি হয়েছে। আইআইটি গুয়াহাটি সূত্রে খবর, আন্দোলনের তেজ বাড়তেই পদত্যাগ করেন শিক্ষা বিষয়ক ডিন অধ্যাপক কে ভি কৃষ্ণ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের কড়া অ্যাকাডেমিক নীতি নির্ধারণের দায়িত্বে ছিলেন তিনি।
বিবৃতি প্রকাশ করে বিমলেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আইআইটি গুয়াহাটি কর্তৃপক্ষ। পড়ুয়াদের স্বার্থ রক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছে। পুলিস সূত্রে খবর, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা