দেশ

গ্রেস নেই, মার্ডার সিনে অভ্রান্ত লিজা এখন মনমরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুতেই খুনির খোঁজ মিলছে না। হয়তো সে আশপাশেই রয়েছে। কিন্তু কোনও প্রমাণ ফেলে যায়নি বলে হদিশ পাওয়া কঠিন হয়ে উঠছে। তখনই ডাক পড়ে লিজার (ল্যাব্রাডর)। মার্ডার সিনে গিয়ে গন্ধ শোঁকে সে। খুনির সম্ভাব্য গন্তব্য খোঁজে। বেশিরভাগ সময়ই তার অনুমান অভ্রান্ত। লিজা এবার রিটায়ার করতে চলেছে। তার বহুদিনের সঙ্গী গ্রেস (জার্মান শেফার্ড) মারা গিয়েছে কয়েক মাস হল। এই দু’জনের প্রজাতি ভিন্ন হলেও অদ্ভুত বন্ধুত্ব ছিল। একসঙ্গে থাকলে ছুটে বেড়াত, খুনসুটি সারাক্ষণ। গ্রেসের মৃত্যুর পর আশ্চর্যজনকভাবে মনমরা হয়ে পড়ে লিজা। তার সঙ্গে যোগ হয় বার্ধক্যজনিত অবসন্নতা। ফলে একটু দুর্বল হয়ে পড়েছে সে। যদিও এখনও কর্মক্ষম। ডায়মন্ড হারবার পুলিসে জেলার ডগ স্কোয়াডের একমাত্র ট্র্যাকার ডগ সে-ই।  
জানা গিয়েছে, পুলিসি মর্যাদায় তার অবসরগ্রহণ অনুষ্ঠান হবে। তারপর আজীবন খাদ্য-চিকিৎসা সহ বাকি সুযোগ সুবিধা পাবে সে। তদন্তের কাজে অনবদ্য অবদান রাখার যোগ্য সম্মান পাবে আমৃত্যু। ছটফটে, ঈশ্বরপ্রদত্ত অনুমানশক্তির অধিকারী লিজা এখন একটু ঝিমিয়ে পড়েছে। তার অবর্তমানে এই পুলিস জেলায় আসবে নতুন দুই সদস্য। জেলার পুলিস কর্তারা রাজ্যদপ্তরে নতুন কুকুর দেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন। তার ভিত্তিতে দু’টি কুকুরকে এখন বারাকপুর পুলিস ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মাসেই এখানে চলে আসার সম্ভাবনা। তারা এলে হস্তান্তর হবে ডিউটি। শেষ হবে লিজার পাঁচ বছরের গৌরবময় কর্মজীবন।
লিজার বয়স সাত পেরিয়েছে। গ্রেসের মৃত্যুর পর লিজাকে দু’জনের কাজও করতে হয়। তাদের ছিল আলাদা ঘর। কিন্তু খাওয়া-দাওয়া থেকে খেলাধুলো সবই একসঙ্গে করত। যতক্ষণ এক সঙ্গে থাকত কেউ কারও সঙ্গ ছেড়ে থাকত না। সারাক্ষণই গায়ে গা লাগিয়ে ঘুরত। যখন একজন ডিউটি যেত অপরজন হয়ে পড়ত উচ্ছ্বাসহীন। সর্বক্ষণ গেটের দিকে নজর রাখত, কখন আসবে পার্টনার। এখন একটি ঘর ফাঁকা। ডিউটি না থাকলে অন্য ঘরটিতে সারাক্ষণ শুয়ে থাকে লিজা। উজ্জীবিত করার চেষ্টা সবরকমভাবে করেন পুলিসকর্মীরা। কিন্তু মনমরাভাব তার কিছুতেই কাটে না। খুনসুটি আর দৌড়দৌড়ির সময় গ্রেস মজা করে যেখানে গিয়ে লুকিয়ে থাকত। সেখানে এখন অবান্তর ঘোরে লিজা। তারপর নিজের জায়গায় এসে পায়ের উপর মুখ রেখে বসে। চোখ বন্ধই রাখে বেশিরভাগ সময়। পুলিসকর্মীরা বলেন, ‘লিজার বয়স হয়েছে। এবার বিশ্রাম নেওয়ার সময় ওর।’   
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা