দেশ

একাধিক গাড়িতে ধাক্কা বেপরোয়া অডির, অভিযুক্ত মহারাষ্ট্র বিজেপি সভাপতির পুত্র

মুম্বই: নাগপুরে পানশালা থেকে ফেরার পথে বেপরোয়া অডি গাড়ির তাণ্ডব। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সঙ্কেতের অডির ধাক্কায় ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি ও বাইক। কারও প্রাণহানি না হলেও জখম হয়েছেন দু’জন। জানা গিয়েছে, অডি গাড়ির পাঁচ আরোহী ধরমপিঠের একটি পানশালা থেকে ফিরছিলেন। পথে রামদাসপেথ এলাকায় প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে সঙ্কেতের অডি। তারপর আর একটি মপেডকেও ধাক্কা দেয় ওই অডি। এতে দুই তরুণ জখম হন। এরপর বিজেপি নেতার ছেলের গাড়ি মানকপুরের দিকে এগিয়ে যায়। এরইমধ্যে টি পয়েন্টের কাছে আরও একটি পোলো গাড়িকে ধাক্কা মারে অডি। পোলোর আরোহীরা পিছু ধাওয়া করে ওই অডিকে ধরে ফেলে। সেই সময় সঙ্কেত সহ অডির তিন আরোহী চম্পট দেন। বাকি দুই আরোহী অর্জুন হাওয়ারে ও রোনিত চিত্তমওয়ারকে সিতালবুদি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। সোমবারই অবশ্য তাঁরা জামিন পেয়ে যান। এই ঘটনার জেরে রাজ্যে শোরগোল শুরু হয়েছে। মহারাষ্ট্রের জোট সরকারের প্রধান শরিক দলের নেতার ছেলের বিরুদ্ধে পুলিসের তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। রবিবার রাতের ঘটনায় বিজেপি নেতার ছেলের মেডিক্যাল পরীক্ষাটুকু করেনি পুলিস। এর আগে মহারাষ্ট্রের পুনের পোরসে কাণ্ডে দুই তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুর ঘটনায় মদ্যপ নাবালককে পুলিসের বাঁচানোর চেষ্টা ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। কংগ্রেসের দাবি,  বাওয়ানকুলের ছেলেও মদ্যপ অবস্থাতেই ছিলেন। এখন তাঁকে আড়াল করার চেষ্টা করছে পুলিস। যদিও রাজ্য বিজেপির প্রধানের বক্তব্য, কাউকে রেয়াত করা উচিত নয়। বিচার প্রত্যেকের ক্ষেত্রেই সমান হওয়া উচিত। তাঁর দাবি, কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে ওই ঘটনায় কেউ জখম হননি। 
রাজ্য বিজেপি সভাপতির এই দাবি ঘিরেও প্রশ্ন উঠেছে। কারণ, পুলিসই অডির তাণ্ডবে দু’জনের জখম হওয়ার কথা জানিয়েছে। বাওয়ানকুলে মুখে নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের কথা বলেছেন। কিন্তু কেউ জখম না হওয়ার কথা বলে ঘুরিয়ে ঘটনার তদন্তে পুলিসের উপর চাপ তৈরি করা হচ্ছে কি না, সেই প্রশ্ন উঠেছে। পুলিস অবশ্য রাজনৈতিক চাপ থাকার কথা উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার নাগপুর পুলিস বলেছে, অর্জুন ও রোনিত মদ্যপ অবস্থায় ছিলেন বলে মেডিক্যাল পরীক্ষায় জানা গিয়েছে। ডিসিপি রাহুল মাদনে জানিয়েছেন, সঙ্কেত গাড়িতে ছিলেন কি না, তা প্রথমে স্পষ্ট ছিল না। পরে জানা যায়, তিনি গাড়িতে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এখনও সঙ্কেতের মেডিক্যাল পরীক্ষা হয়নি। পুলিসের দাবি, গাড়ি চালাচ্ছিলেন অর্জুন। তাঁর পাশে ছিলেন বিজেপি সভাপতির ছেলে। সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার অভিযোগও অস্বীকার করেছেন ডিসিপি। ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো ও অন্যান্য ধারায় মামলা দায়ের হয়েছে।  সঙ্কেতের সেই গাড়ি। -পিটিআই
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা