দেশ

দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির, কড়া জবাব আপের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একজন মুখ্যমন্ত্রী জেলে বসে আছেন। বারবার জামিনের আবেদন করছেন। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন গ্রাহ্য হচ্ছে না। এদিকে কোনও কার্যকরী অথবা ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীও নেই। দিল্লির পরিষেবা ও পরিকাঠামো প্রায় ধ্বংসের মুখে। তাই অবিলম্বে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। সম্প্রতি বিজেপির দিল্লি শাখা এই দাবি জানিয়ে চিঠি লিখেছে রাষ্ট্রপতিকে। মঙ্গলবার জানা যাচ্ছে, বিবেচনা ও সিদ্ধান্তের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। যদিও সেই চিঠিতে রাষ্ট্রপতির কোনও সুপারিশ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। কিন্তু জানা যাচ্ছে, লেখা রয়েছে ‘ফর প্রপার অ্যাটেনশন’। এরপরই শুরু হয়েছে দিল্লির ভবিষ্য‌ৎ ঩নিয়ে তুমুল জল্পনা। 
আর মাত্র চার মাস পর দিল্লিতে বিধানসভা ভোট। তাহলে কি তার আগেই দিল্লিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করবে? তারই তোড়জোড় রাষ্ট্রপতির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো এই চিঠি? আম আদমি পার্টির নেত্রী ও দিল্লি সরকারের মন্ত্রী আতিশী বলেছেন, পিছনের দরজা দিয়ে ঘুরপথে দিল্লি দখলের কৌশল নিচ্ছে বিজেপি। কারণ গত ১২ বছরে বিজেপি বুঝে গিয়েছে ভোটে আপকে হারানো তাদের পক্ষে সম্ভব নয়। আতিশী বলেছেন, রাষ্ট্রপতি শাসন করা হলে, দিল্লিবাসী আগামী ভোটে বিজেপিকে শূন্য করে দেবে। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির বিজেন্দ্র গুপ্তা বলেছেন, আমরা ওই স্মারকলিপি রাষ্ট্রপতিকে দিয়ে বলেছি, এখানে সংবিধান ,লঙ্ঘন করা হচ্ছে। তাই আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি। কিন্তু সত্যিই কি ওই পদক্ষেপ কেন্দ্র নেবে? রাজনৈতিক মহলের মতে, মণিপুরে রাষ্ট্রপতি শাসন হচ্ছে না। সেখানে অন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন এখন সম্ভব নয়। তাছাড়া, রাষ্ট্রপতি শাসন হলে আপ বাড়তি সহানুভূতি পেতে পারে।
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা