দেশ

একবছরে ২৪ বার লাইনে নাশকতার চেষ্টা: রেল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৩ সালের ৫ জুন থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লিখিত সময়সীমার মধ্যে সারা দেশে মোট ২৪ বার ট্রেনকে হয় বেলাইন করার চেষ্টা হয়েছে অথবা ট্রেনের উপর হামলা হয়েছে। এর মধ্যে স্রেফ গত আগস্ট মাসেই হয়েছে ১৫টি। সেপ্টেম্বরে ইতিমধ্যেই সংখ্যাটি তিন। শেষ যে ঘটনাটি জানা গিয়েছে সেটি হল মহারাষ্ট্রের সোলাপুরে লাইনে সিমেন্টের চাঁই ফেলে রাখা হয়েছিল। লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যার অর্থ, বিগত প্রায় এক বছরের সময়সীমায় দফায় দফায় রেলে নাশকতার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। রেলমন্ত্রকের অভ্যন্তরীণ একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্যের উল্লেখ করা হয়েছে। পরের পর ট্রেন দুর্ঘটনা নিয়ে রীতিমতো ব্যতিব্যস্ত রেলমন্ত্রক। প্রশ্ন উঠছে, একের পর এক ট্রেন দুর্ঘটনায় নিজের গাফিলতি আড়াল করতে কি এবার নয়া কৌশল নিচ্ছে রেল বোর্ড? 
এই অভ্যন্তরীণ রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি রেলমন্ত্রক। রেলকর্মী-আধিকারিকদের মধ্যে ‘ইন্টার্নাল কমিউনিকেশন’ হয়েছে। অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে, উল্লিখিত এক বছর সময়ের মধ্যে যেমন রেল লাইনে কাঠের ‘লগ’ ফেলে রেখে ট্রেন বেলাইন করার চেষ্টা হয়েছে, তেমনই সিগন্যালিং ব্যবস্থায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলযোগ ঘটিয়ে রেলযাত্রীদের চরম বিপাকে ফেলার চেষ্টা হয়েছে। এমনকী একজন স্টেশন মাস্টারকে গুলি করে হত্যার চেষ্টাও করেছে দুষ্কৃতীরা। রেললাইনে সিমেন্টের চাঁই, গ্যাস সিলিন্ডার রেখে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ না করলেও এ প্রেক্ষিতে রেল সূত্রে 
আরও একটি তত্ত্ব সামনে নিয়ে আসা হয়েছে। ২০০২ সালে অক্ষরধাম মন্দির হামলা এবং সম্প্রতি বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ড ফারহাতুল্লা গোরহি এসবের পিছনে থাকতে পারে বলে আরপিএফের গোয়েন্দাদের একটি অংশ মনে করছে। কারণ গোরহি রেললাইন ও গ্যাস পাইপলাইনে নাশকতার বার্তা পাঠিয়েছে। যদিও সরকারিভাবে এ কথা জানায়নি রেল। 
তবে শুধুমাত্রই ট্রেন দুর্ঘটনা কিংবা নাশকতার তত্ত্ব নয়। রেলকে বিড়ম্বনায় ফেলছেন কর্মীদেরই একাংশ। উদয়পুর-আগ্রা বন্দে ভারত ট্রেন চালানো নিয়ে লোকো পাইলটদের মধ্যেই মারপিটের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে রেল বোর্ড। বিভাগীয় তদন্ত রিপোর্টে বলা হয়েছে, এ ঘটনায় রেলের মুখ পুড়িয়েছেন ওই কর্মীরা। এ ঘটনা বেনজির। তাই দৃষ্টান্তমূলক পদক্ষেপ প্রয়োজন। জানা যাচ্ছে, রাজস্থানের গঙ্গাপুর সিটি জংশন স্টেশনের ওই ঘটনায় সম্ভবত চাকরি হারাতে চলেছেন তিনজন রেলকর্মী। হচ্ছে পুলিসি তদন্তও।
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা