বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আমেরিকায় গিয়ে সংরক্ষণ ও শিখদের ধর্মাচরণে বাধা নিয়ে মন্তব্য, বিতর্কে রাহুল

নয়াদিল্লি: আমেরিকা সফর চলাকালীন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দুটি পৃথক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হল। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল বিজেপি। তাতে শামিল হয়েছে এনডিএর শরিক দল এলজেপি এবং বিএসপিও। আমেরিকার ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে রাহুল দাবি করেছিলেন, এখন ভারতে শিখরা পাগড়ি বা কাড়া পরতে বা গুরুদ্বারায় যেতে সমস্যায় পড়ছেন। পাশাপাশি ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে রাহুল জানান, তথাকথিত নিচু জাতি, দলিত সম্প্রদায়ের মানুষ কতটা দেশের ‘সিস্টেম’-এর সঙ্গে যুক্ত হতে পেরেছেন, তা জানার জন্যই জাতিগণনা জরুরি। যখন দেশে সব সম্প্রদায়ের মানুষ ন্যায্য স্থান পাবে, তখন সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া হবে। এখনও সেই সময় আসেনি। রাহুলের এই সব মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী দাবি করেন, বিদেশের মাটিতে বসে প্রবাসী ভারতীয়দের সামনে রাহুল ‘বিপজ্জনক বক্তব্য’ পেশ করছেন। বিরোধী দলনেতা হয়ে বিদেশে কীভাবে সরকারের সমালোচনা করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরী। জানান, তিনি ছয় দশকের বেশি সময় ধরে পাগড়ি পরছেন, কোনওদিন সমস্যা হয়নি। এই প্রসঙ্গে পাল্টা ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। পুরীর দাবি, ভারতে মাত্র একবারই শিখরা অস্তিত্বের সঙ্কটে পড়েছিলেন, যখন রাহুল গান্ধীর পরিবার ক্ষমতায় ছিল। 
ভার্জিনিয়ায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে রাহুল জানান, লড়াইটা রাজনীতি নিয়ে নয়। একজন শিখ পাগড়ি, কড়া পরতে পারবেন কি না বা একজন শিখ গুরুদ্বারা যেতে পারবেন কি না, এসব নিয়ে লড়াই হচ্ছে। আর এটা শুধু শিখ নয়, সব ধর্মের সঙ্গে হচ্ছে। অন্যদিকে, সোমবার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে রাহুল বলেন, ভারতে একশো টাকা খরচ হলে আদিবাসীরা পায় ১০ পয়সা। দলিত এবং ওবিসিরা পায় ৫ টাকা। সকলে সমান সুযোগ পায় না। 
এরপরই বিএসপি প্রধান মায়াবতীর বক্তব্য, কংগ্রেসের ‘নাটক’ থেকে সতর্ক থাকা দরকার।কংগ্রেস দীর্ঘদিন ধরেই সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে চাইছে। আর রাহুলের বক্তব্যে তা পরিষ্কার হয়ে গিয়েছে। এলজিপি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান এক্স হ্যান্ডলে লেখেন, সংরক্ষণ ব্যবস্থা বন্ধ করা তো দূর, সেই ব্যাপারে চিন্তা করাও অপরাধ। বাবাসাহেব আম্বেদকরের চালু করা সংরক্ষণ ব্যবস্থা তুলে দিয়ে চাইছে কংগ্রেস। সংরক্ষণ ব্যবস্থা তোলার বিরুদ্ধে সরব হয়েছে এনডিএর আর এক শরিক টিডিপিও।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা