বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হরিয়ানায় ভোট প্রচারে গেলেও এবার আর মুখ নন প্রধানমন্ত্রী, তলানিতে বিজেপির আত্মবিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি প্রচার করবেন। দলকে ভোট দিতে বলবেন। কিন্তু এই নির্বাচনের মুখ অথবা সেনাপতি তিনিই, এরকম কোনও বার্তা দিতে চায় না তাঁর দল বিজেপি। কারণ একটাই। ভোটে পরাজয় হলে সেই দায় যেন মোদির উপর না আসে। হরিয়ানায় আগামী ১ অক্টোবর ভোটগ্রহণ। ২০১৯ সালে লোকসভা ভোটের পর হরিয়ানার নির্বাচনে বিজেপির যে আত্মবিশ্বাস ছিল, এবার ঠিক বিপরীত। সেই বছর লোকসভা ভোটে বিজেপি একাই ৩০৩ আসনে জয়ী হয়েছিল। তারপর কয়েকমাসের মধ্যে হওয়া হরিয়ানা ভোটে একক গরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত দুষ্যন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টির সঙ্গে জোট সরকার গঠন করতে হয়। সেখানে এবার সদ্য সমাপ্ত লোকসভা ভোটে গোটা দেশে তো বটেই, হরিয়ানাতেও বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। কৃষক এবং জাঠ ভোটব্যাঙ্কে ধস নামার বার্তা স্পষ্ট। অতএব ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় এবার প্রথম থেকেই বিজেপি ব্যাকফুটে। রাজনৈজতকভাবে চর্চায় তো বটেই, বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে কোনও দল একক গরিষ্ঠতা পাবে না। তার মধ্যে কয়েকটি সমীক্ষার আভাস, সরকার গঠন করবে কংগ্রেস। সুতরাং হরিয়ানা নিয়ে বিজেপি রীতিমতো শঙ্কিত। 
বিজেপি সূত্রের খবর, অবশেষে মোদির প্রচার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। হরিয়ানায় ৯০ আসন থাকলেও মোদি মাত্র চারটি মাত্র জনসভা করবেন। খুব বেশি হলে পাঁচটি। ১৪ সেপ্টেম্বর কুরুক্ষেত্র থেকে শুরু হবে হরিয়ানা বিধানসভা ভোটে মোদির প্রচার। এরপর বাছাই করা হয়েছে পলওয়ল, সোনেপথ এবং হিসার। কিন্তু এই স্থানগুলি বেছে নেওয়ার কারণ? প্রধানত কৃষকদের মন জয় করার মরিয়া প্রয়াস। কুরুক্ষেত্র কিংবা হিসার সাধারণত কৃষক অধ্যুষিত জেলা। তাই কৃষক ও মহিলাদের বিশেষ করে টার্গেট করা হয়েছে ভোটে। তাদের উদ্দেশেই মোদি প্রচার করবেন। কিন্তু জানা যাচ্ছে, হরিয়ানার প্রচারের অভিমুখ হবে মূলত দুটি। কংগ্রেসের পূর্বতন সরকারের আমলে হওয়া দুর্নীতি এবং বিজেপি জোট সরকারের সাফল্য। সবটাই হবে স্থানীয় স্তরে। অর্থাৎ নিজের নামে মোদি ভোট চাইবেন না। 
রাজ্যের প্রতিটি কেন্দ্রে আসলে তিনিই প্রার্থী, এই মর্মে এতদিন যে প্রচার তিনি করে ভোটের ময়দানে করতেন, এবার সেটা করবেন না। কারণ একটাই। ফলাফল আশানুরূপ না হলে দায় নিতে হবে না মোদিকে।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা