বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ভিনেশের বিরুদ্ধে ক্যাপ্টেন যোগেশেই ভরসা বিজেপির

চণ্ডীগড়: জুলানা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তারকা ওলিম্পিয়িান ভিনেশ ফোগাটের বিরুদ্ধে কে হবেন গেরুয়া শিবিরের হাতিয়ার? কয়েকদিন ধরে তা নিয়েই গুঞ্জন চলছিল। মঙ্গলবার প্রকাশ্যে এল সেই নাম। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এদিন ঘোষণা করল বিজেপি। ভিনেশের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ক্যাপ্টেন যোগেশ বৈরাগী। 
দলের অন্দরে বরাবর মোদি অনুরাগী হিসেবেই পরিচিত যোগেশ। জিন্দ জেলার এই ৩৫ বছরের বাসিন্দা বর্তমানে হরিয়ানা বিজেপির যুবমোর্চার রাজ্য সহ-সভাপতি পদে রয়েছেন। এর আগে এয়ার ইন্ডিয়ার পাইলট ছিলেন তিনি। চেন্নাইয়ে বন্যা কবলিতদের উদ্ধার ও ত্রাণ কার্যের পাশাপাশি করোনাকালে বন্দে ভারত মিশনেও অংশ নিয়েছিলেন। আপাতত তাঁর এই ‘সমাজ দরদী’ ছবিকে সামনে রেখেই ভিনেশকে হারানোর স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। দ্বিতীয় তালিকায় ২১ জনের নাম ঘোষিত হয়েছে। তালিকায় উল্লেখযোগ্য নাম অনিল ভিজ। তিনি লড়ছেন আম্বালা ক্যান্টনমেন্ট থেকেই। তালিকায় রয়েছেন দলবদলু নেতারাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের নাতনি সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্রুতি চৌধুরী লড়বেন তোষাম কেন্দ্রে। কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সিংয়ের কন্যা আরতি লড়বেন আতেলি কেন্দ্রে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভিনেশকে প্রার্থী করা নিঃসন্দেহে কংগ্রেসের মাস্টারস্ট্রোক। তবে ছাত্রীর সিদ্ধান্তে হতাশ কোচ মহাবীর সিং ফোগাট। ভাইঝির কংগ্রেসে যোগদান নিয়ে খুব একটা খুশি নন তিনি। তাঁর বক্তব্য, ‘২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারত ভিনেশ। পরবর্তী ওলিম্পিকসে দেশের হয়ে সোনা জেতার লক্ষ্যে আরও একটু মনোযোগ দিতে পারত। তড়িঘড়ি তাঁর এমন সিদ্ধান্তে দুঃখ পেয়েছি।’
এদিকে, কংগ্রেসে যোগদানের পর তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন কুস্তিগীর বজরং পুনিয়া। এবার এব্যাপারে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। সোমবার তিনি বলেন, ঘটনার তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই রেয়াত করা হবে না। সাইনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে  হরিয়ানায় বিজেপিই জয়ী হবে। রাজ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে হাত শিবির। তাঁর অভিযোগ, কংগ্রেস ও আপ—দুটি দলই গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে। সেজন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের মানুষ তৃতীয়বার বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনবে।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা