দেশ

বন্ধুত্ব পাতিয়েই খুন! পুলিসের জালে ৩ মহিলা সিরিয়াল কিলার

অমরাবতী: ছাপোষা শাড়ি, চেহারাও অতি সাধারণ। দেখে বোঝার কোনও উপায়ই নেই যে এরা খুনি। তাও আবার যেমন তেমন নয়, সিরিয়াল কিলার। অবশেষে পুলিসের জালে ধরা পড়ল ৩ মহিলা সিরিয়াল কিলার। পুলিস সূত্রে জানা যাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলে এরা প্রথমে নারী-পুরুষ নির্বিশেষে বন্ধুত্ব পাতাত। তারপরই ঠান্ডা পানীয় খেতে দিত। আর সেই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই ঘুমের কোলে নয়, একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ত সকলে। কারণ তাতে সায়নাইড মেশানো থাকত। আর তারপরই তাঁর টাকা-পয়সা, গহনা সব লুট করে চম্পট। অন্ধ্রপ্রদেশের তেনালি জেলায় বেশ কিছুদিন ধরে এমনটাই চলছিল। উদ্ধার হচ্ছিল একের পর এক মৃতদেহ। এরপরই তদন্তে নেমে পুলিসের হাতে এল ভয়ঙ্কর তথ্য। তদন্তে জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে নাগুর বি নামক এক মহিলার হত্যার ঘটনা এবং আরও দুইজনকে একইভাবে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে হত্যার চেষ্টার পরই পুলিস সিরিয়াল কিলারদের হদিশ পায়। এরপরই ওই তিন মহিলাকে তন্নতন্ন করে খুঁজছিল। অবশেষে গত বৃহস্পতিবার এই ৩ মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। এরা হল মুনাগাপ্পা রজিনি, মাদিয়ালা বেঙ্কেটেশ্বরী এবং গুলরা রামনম্মা। বৃহস্পতিবার এদের গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, মূলত সোনা ব্যবসায়ী ও সঙ্গে প্রচুর টাকা-পয়সা রয়েছে এমন মহিলা বা ব্যক্তিরাই টার্গেট হতেন। আর তারপরই বাকিটা চলত পরিকল্পিত ছক মোতাবেক। জেরায় অভিযুক্তরা সে কথা স্বীকারও করে নিয়েছে। জানিয়েছে, এ পর্যন্ত তাদের হাতে এক মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে। আরও ২ জন টার্গেট হয়েছিলেন। কিন্তু তাঁরা কোনও মতে রক্ষা পান।
 প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ৩ জনের মধ্যে গোটা পরিকল্পনার মাস্টার মাইন্ড মাদিয়ালা বেঙ্কেটেশ্বরী।  তার কাছ থেকে সায়ানাইড-সহ আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। পাশাপশি তাকে যে যুবক সায়ানাইড সাপ্লাই করত, তাকেও গ্রেপ্তার করেছে পুলিস। মাদিয়ালা সম্পর্কে পুলিস জানতে পেরেছে, বছর চারেক ধরে সে চ্ছাসেবী হিসেবে কাজ করেছিল। সে সময়েও নানা ছোটখাট অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর কম্বোডিয়া গিয়ে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারপর সম্প্রতি সে দেশে ফিরে আসে। এখানেও দ্রুত  শাগরেদ জুটিয়ে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড।  
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা