বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

৫ কোটি টাকায় তৈরি হাসপাতালে নয় বছরেও শুরু হল না পরিষেবা

মুজফফরপুর: পাঁচ কোটি খরচে ছ’একর জমিজুড়ে তৈরি হয়েছিল সরকারি হাসপাতাল। ৩০টি বেড। সঙ্গে আধুনিক চিকিৎসার জন্য নানা সরঞ্জাম। তবে ২০১৫ সালে ঘটা করে উদ্বোধনের পর কেটে গিয়েছে ন’বছর। কিন্তু হাসপাতালে শুরুই করা যায়নি চিকিৎসা পরিষেবা। এমনকী এলাকার অনেকে জানেনই না যে, তাঁদের বাড়ির কাছেই রয়েছে এক সরকারি হাসপাতাল। বিহারের মুজফফপুরের চাঁদপুরা। সেখানেই লম্বা লম্বা ঘাসে ঘেরা মাঠের মাঝে যেন ‘ভুতের বাড়ি’র মতো দাঁড়িয়ে ওই হাসপাতাল। 
স্বাস্থ্য দপ্তরের অনেকেই বলছেন, চাঁদপুরার ওই এলাকায় যে কোনও হাসপাতাল গড়ে তোলা হয়েছে, সেটাই তাঁরা জানতেন না। অথচ স্থানীয়দের দাবি, অন্তত ১০ বছর ধরে সেখানে নির্মাণকাজ চলেছে। তারপর একে একে জানালা, দরজা, গ্রিল, গেট সবই বসেছে। বেড এসেছে, লাগানো হয়েছে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। কিন্তু তারপরও স্বাস্থ্যদপ্তরের একাংশের কাছে ওই হাসপাতালের খবর কেন ছিল না, তার উত্তর মেলেনি। 
এরমধ্যে এলাকার অনেকে অভিযোগ তুলেছেন, কার্যত পোড়ো বাড়িতে পরিণত ওই সরকারি হাসপাতাল এখন সমাজবিরোধীদের আখড়া। সন্ধ্যা নামতেই গাঁজা, জুয়ার ঠেক বসে নিয়মিত। শুধু তাই নয়, হাসপাতালে গিয়ে দেখা গেল, জঙ্গলাকীর্ণ সেই চত্বরের আধুনিক বিভিন্ন সরঞ্জাম আর যথাস্থানে নেই। জানালা, দরজা, গ্রিল, গেট, আলমারি থেকে শুরু করে বৈদ্যুতিন তারও চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। কাজেই সরকারি ভাঁড়ারের কোটি কোটি টাকায় কেনা ডাক্তারি সরঞ্জাম একেবারে অসুরক্ষিত অবস্থায় হাসপাতালে পড়ে। এলাকার এক বাসিন্দা সুধীর কুমার বলেন, ‘যখন ওই হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছিল, তখন আমরা ভেবেছিলাম, দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে। আর চিকিৎসার জন্য দূরে শহরে ছুটতে হবে না। কিন্তু বছরের পর বছর কেটে গেল। হাসপাতালটি আজও চালু হল না। চিকিৎসার জন্য প্রায় ৫০ কিলোমিটার দূরে শহরের হাসপাতালেই ছুটতে হচ্ছে।’ মহকুমাশাসক শ্রেয়া জানান, হাসপাতালের এহেন অবস্থা নিয়ে তিনি কিছু জানতেনই না। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুতর। স্বাস্থ্যদপ্তর এবং সার্কেল অফিসার তদন্ত শুরু করেছেন।   
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা