বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হরিয়ানায় নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ ভিনেশ-পুনিয়ার

নয়াদিল্লি: মঞ্চটা তৈরিই ছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন দুই ওলিম্পিয়ান কুস্তিগির ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। ২০২৩ সালে তৎকালীন বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন কুস্তিগিররা। সেই প্রতিবাদে একেবারে সামনের সারিতে ছিলেন ভিনেশ ও পুনিয়া। হরিয়ানায় বিধানসভা ভোটের ঠিক আগে তাঁদের যোগদানে স্বাভাবিকভাবেই চাঙ্গা কংগ্রেস শিবির। রক্তচাপ বেড়েছে ক্ষমতাসীন বিজেপি শিবিরের। কংগ্রেসে যোগদানের ঠিক আগে, রেলের চাকরিতে ইস্তফা দেন প্যারিস ওলিম্পিক্সের ট্র্যাজিক নায়ক ভিনেশ ভোগাট। যোগদানের মুহূর্তে পদ্ম শিবিরের মুণ্ডপাত করেন তিনি। এই মহিলা কুস্তিগিরের তোপ, কথায় বলে, কে আপনজন তা চেনা যায় খারাপ সময়ে। আমাদের যখন (শ্লীলতাহানির প্রতিবাদ চলাকালীন) রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একমাত্র বিজেপি ছাড়া সব দল পাশে ছিল। কংগ্রেস আমাদের চোখের জল, যন্ত্রণার কথা বুঝেছিল। সেজন্য কংগ্রেসকে ধন্যবাদ জানাতে চাই। বিজেপিকে তোপ দাগতে ছাড়েননি বজরং পুনিয়াও। তিনি বলেন, দেশের মেয়েদের জন্য সরব হওয়ার মূল্য চোকাতে হয়েছে আমাদের। প্রতিবাদ চলাকালীন বিজেপি সাংসদদের কাছে সমর্থন চেয়ে চিঠি দিয়েছিলাম। তাঁদের কাউকেই পাইনি আমরা। উল্টোদিকে কংগ্রেস স্বেচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সম্প্রতি কৃষকদের সভাতেও উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন ভিনেশ।
দু’দিন আগে এই দুই কুস্তিগিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাহুল গান্ধী। দেওয়াল লিখন তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এদিন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এসে দুই কুস্তিগির হাত শিবিরে যোগদান করেন। সূত্রের খবর, ভিনেশ প্রার্থী হতে পারেন জুলানা আসন থেকে। বজরং পুনিয়াকে প্রার্থী করা হতে পারে বাদলি আসনে। তবে কংগ্রেসের তরফে এদিন শুধু বলা হয়েছে, ভিনেশ ও পুনিয়ার প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এদিন দুই কুস্তিগির কংগ্রেসে যোগ দেওয়ার আগে দিল্লিতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পরে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করে খাড়্গে এক্স হ্যান্ডলে লেখেন, ‘চক দে ইন্ডিয়া, চক দে হরিয়ানা।’ পরে সদর দপ্তরে এসে দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, মুখপাত্র পবন খেরা ও হরিয়ানার প্রদেশ সভাপতি উদয় ভানের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন দুই কুস্তিগির। ভিনেশ 
ফোগাট বলেন, মহিলাদের বিরুদ্ধে খারাপ আচরণ ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। যন্তর মন্তরে কুস্তিগিরদের প্রতিবাদ চলাকালীন বিজেপি আইটি সেলের ভুয়ো 
প্রচার নিয়ে এদিন সরব হন তিনি। বলেন, ওদের অপপ্রচারের কারণে হয়তো কুস্তি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতাম। ওরা বলেছিল, আমি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চাইছি না। অংশ নিয়েছি। ওরা বলেছিল প্রতিবাদের অছিলায় ট্রায়ালে অংশ নিতে চাইছি না। নিয়েছি। ওরা বলেছিল, আমি ওলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারব না। কিন্তু আমি ফাইনালে উঠেছি। দুর্ভাগ্যবশত, ভগবানের অন্য পরিকল্পনা ছিল। তিনি এখন চাইছেন আমি দেশের মানুষের সেবা করি।
কংগ্রেসে যোগদানে পর এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গে দুই কুস্তিগির ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। -পিটিআই
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা