বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রতারণার লক্ষ্যে ফোন: ৬ মাসেই দেশে অভিযোগ দায়ের ৭.৯ লক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক প্রতারণার মতলবে ভুয়ো ফোন কলে জেরবার সাধারণ মানুষ। অনুমোদনহীন সংস্থা থেকে নানা প্রলোভন দেখিয়ে ফোন কল আসাও নতুন নয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) জানাচ্ছে, চলতি বছরের প্রথম ছ’মাসে (জানুয়ারি-জুন) ৭ লক্ষ ৯০ হাজার গ্রাহক এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলি এসেছে দেশের নানা প্রান্ত থেকে। তাঁদের একটি বড় অংশ যে এই ফোন কলগুলি থেকে প্রতারিত হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এরই পাশাপাশি ট্রাইয়ের দাবি, এসব ঘটনায় চিহ্নিত ২ লক্ষ ৭৫ হাজার টেলিফোন বা মোবাইল সংযোগ তারা বিচ্ছিন্ন করেছে। 
ব্যবসায়িক প্রয়োজনে সাধারণ মানুষের কাছে পৌঁছতে বহু সংস্থাই গ্রাহকদের ফোন করে থাকে। টেলি মার্কেটিং-সহ এই ধরনের সংস্থাগুলি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ফোন করে, তার জন্য তাদের অনুমোদন নিতে হয়। এই অনুমোদন দেয় টেলিকম সংস্থাগুলি। বহু ক্ষেত্রেই দেখা যায়, অনুমোদন না নিয়েই বিভিন্ন সংস্থা গ্রাহকদের ফোন করে নানা বিষয়ে প্রলোভিত করছে। এদের বেশিরভাগই প্রতারণার মতলবে এসব করছে। গ্রাহকদের একটা বড় অংশ দিনের পর দিন সরাসরি ট্রাইয়ের কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছে। 
সম্প্রতি একটি নির্দেশিকায় ট্রাই জানিয়েছে, একদিকে যেমন কোনোভাবেই অনুমোদনহীন সংস্থাগুলিকে এই কাজ করতে দেওয়া যাবে না, অন্যদিকে যারা অনুমোদন নিচ্ছে, তাদের ফোন নম্বরগুলি ১৪০ বা ১৬০ দিয়ে শুরু হতে হবে। এতে সাধারণ গ্রাহক বুঝতে পারবেন, তাঁরা ভুয়ো ফোনের ফাঁদে পড়ছেন, কি না। যে টেলিকম সংস্থাগুলির মাধ্যমে ওই ভুয়ো ফোনগুলি করা হয়, সেগুলি আটকানোর নির্দেশ দিয়েছে ট্রাই। এরপর গত দু’সপ্তাহে টেলিকম সংস্থাগুলির তরফে ৫০টি সংস্থাকে চিহ্নিত করে ‘কালো’ তালিকাভুক্ত করা হয়েছে বলে তাদের দাবি।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা