দক্ষিণবঙ্গ

দুর্গাপুরে ন্যাপথলিন কারখানায় বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলেন এক কর্মী

সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর মুচিপাড়া এলাকায় একটি ন্যাপথলিন কারখানায় বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ঝলসে গিয়েছেন একজন কর্মী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিস ও দমকলের দু›টি ইঞ্জিন আসে। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া আরআইপি প্লট শিল্পতালুকে দীর্ঘদিন ধরে ওই ন্যাপথলিন কারখানাটি রয়েছে। এদিন বিকেল ৫টা ১৫ নাগাদ কারখানায় ন্যাপথলিন উৎপাদনের সময় দুর্ঘটনা ঘটে। রাসায়নিক প্রক্রিয়াকরণ করে ন্যাপথলিন মেশিন থেকে বেরোনোর সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একজন কর্মী ঝলসে যান। কারখানায় দাহ্য পদার্থ থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। কারখানার আশপাশে জনবসতি থাকায় আতঙ্কিত হয়ে মানুষজন বাইরে বেরিয়ে আসেন। কারখানার পাশ দিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক গিয়েছে। জাতীয় সড়কেও যানবাহন দাঁড়িয়ে যায়। পুলিস কারখানার বাইরে কৌতুহলী মানুষজনকে সরাতে হিমশিম খায়। স্থানীয় বাসিন্দা লিটন খান বলেন, হঠাৎই ওই কারখানা থেকে বিকট শব্দ শুনতে পায়। আমরা আতঙ্কিত হয়ে এসে দেখি কারখানায় আগুন ধরে গিয়েছে। একজন কর্মী ঝলসে গিয়েছে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়।
দুর্গাপুর দমকল বিভাগের স্টেশন অফিসার সুদীপ চট্টোপাধ্যায় বলেন, কীভাবে আগুন লেগেছে এখনই বলা যাবে না। ন্যাপথলিন, জুট ও তেল মজুত থাকায় আগুন ছড়িয়ে গিয়েছিল। কারখানা কর্তৃপক্ষের অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কারখানার ম্যানেজার অমিত মৈত্র বলেন, ওখানে ৯ জন কর্মী কাজ করছিলেন। ন্যাপথলিন উৎপাদনের সময় বিস্ফোরণ হয়েছিল। একজন কর্মী জখম হয়েছেন। অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও সেগুলি ব্যবহার করার মতো কর্মী ছিল না।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা