দক্ষিণবঙ্গ

তৃণমূল কর্মীকে নৃশংস খুন, অভিযুক্ত বিজেপি

শ্রীকান্ত পড়্যা, নন্দীগ্রাম: নন্দীগ্রামে আবার তৃণমূল কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে খুন করা হল। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম-১ ব্লকে বৃন্দাবনচক গ্রামে নিজের দোকানের ভিতর থেকে মহাদেব বিশাই(৫০) নামে ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করা হয়। খুন করার আগে মেরে তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল। সকালে দোকানে দেহ পড়ে থাকার খবর চাউর হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রাম-১ ও ২ ব্লক থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক ও এলাকার বাসিন্দারা  দোকানের সামনে ভিড় করেন। তৃণমূল নেতৃত্ব গিরির বাজার থেকে বৃন্দাবনচক যাওয়ার রাস্তার উপর বসে অবরোধ শুরু করে। দেহ তুলতে গেলে পুলিস তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে। অতিরিক্ত পুলিস সুপার (হলদিয়া), ডিএসপি (হেডকোয়ার্টার), হলদিয়ার এসডিপিও সহ বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় র‌্যাফ। বেলা ১টা নাগাদ পুলিস দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে দেহ তুলতে দেওয়া হয়।
নন্দীগ্রামে গিরিরবাজার সংলগ্ন বৃন্দাবনচক গ্রামে রাস্তার ধারে তৃণমূল কর্মী মহাদেববাবুর মুরগির মাংস এবং চা, চপের দোকান। কয়েক বছর আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে। ছেলেরা ভিন রাজ্যে কাজ করেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিনি ভাই জয়দেবের কাছেই থাকতেন। তবে প্রায়দিনই রাতে তিনি দোকানে শুয়ে পড়তেন। বড়দিন উপলক্ষ্যে বুধবার মাংসের দোকানে বেশ ভিড় ছিল। রাতে দোকানেই শুয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পথচলতি মানুষজন দেখেন, মহাদেববাবুর দোকানে টিনের শেড ভাঙাচোরা। দোকানের গেট খোলা। ভিতর পড়ে রয়েছে মহাদেববাবুর দেহ। হাত-পা ভাঙা। রক্ত জমাট বেঁধে গিয়েছে। হাঁটুর মালাইচাকি ঠেলে বেরিয়ে এসেছে।
মহাদেববাবুর দেহ পড়ে থাকার খবর জানাজানি হতেই নন্দীগ্রাম-১ ব্লক থেকে তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে হাজির হয়। ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাষিনী কর, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সামসুল ইসলাম, শেখ সুপিয়ান দোকানের সামনের রাস্তায় বসে পড়েন। ঘটনাস্থল থেকে ২৫ মিটার দূরে নন্দীগ্রাম-২ ব্লকের সীমানা। ওই ব্লক থেকেও কয়েকশো মানুষ জড়ো হন। ঘটনাস্থলে যান নিহতের মা পরীমণি বিশাই, ভাই জয়দেব, জ্যেঠতুতো ভাই বাবলু বিশাই সহ আত্মীয়স্বজনরা। বাবলুবাবু বলেন, দাদা সারাদিন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকত। তারপরও তাকে কেন এভাবে নৃংশসভাবে খুন করা হল বুঝতে পারছি না।
এদিকে দেহ তুলতে বাধা আসায় প্রচণ্ড সমস্যার সম্মুখীন হন পুলিস কর্তারা। খেজুরি, ভূপতিনগর, তালপাটিঘাট কোস্টাল সহ আশপাশ থানা থেকে ফোর্স পাঠানো হয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেহ নিয়ে বেলা ১টা পর্যন্ত টানাপোড়েন চলতে থাকে। দুপুরে দেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকালে নিহতের ভাই জয়দেব বিশাই নন্দীগ্রাম থানায় ৩৯জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছেন। 
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, এই খুনের ঘটনায় রাজনীতির বিন্দুমাত্র যোগ নেই। বড়দিনে মাংস কেনা নিয়ে মহাদেবের সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার জেরে খুন হতে পারেন। পুলিস ঘটনার তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, মহাদেববাবু আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। ২০২১ সালে বিধানসভা ভোটের পর থেকেই গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি। বুধবার রাতে বিজেপির লোকজন পরিকল্পনা করে আমাদের ওই কর্মীকে খুন করেছে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা