দক্ষিণবঙ্গ

অণ্ডালে জলের সঙ্কট বিক্ষোভ

সংবাদদাতা, দুর্গাপুর: পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার অণ্ডাল থানার উখড়া পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা চলছে। একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। তাঁদের দাবি, দ্রুত জলকষ্ট থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে হবে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে প্রধানের আশ্বাসে শান্ত হন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লাখনি অঞ্চলের মধ্যে রয়েছে উখড়া অঞ্চল। অধিকাংশ এলাকায় ভূ-গর্ভস্থ জলস্তর নেমে গিয়েছে। তাই কুয়ো, টিউবওয়েল ও এলাকার জলাশয়গুলিতে জল মেলে না। ফলে নিত্য ব্যবহার ও পানীয় জলের সঙ্কট রয়েছে। বহু বছর ধরে ওই এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইনের মাধ্যমে পাড়ায় পাড়ায় জল দেওয়া হতো। সেই সময়ও পর্যাপ্ত জল না মেলায় প্রায়শই বিক্ষোভ আন্দোলন হতো। কয়েক বছর আগে জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ শুরু হয়। পঞ্চায়েতের কিছু বাড়িতে জল মিলছে। আবার বহু বাড়িতে নিয়মিত জল মেলে না বলে অভিযোগ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও জলস্বপ্ন প্রকল্পে নতুন পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়নি। তাই পরিষেবা অনিয়মিত হচ্ছে। এদিন সন্ন্যাসী কালীতলা ও বাগানপাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে জলের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী পার্থ বন্দ্যোপাধ্যায় ও দুলালী বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম থেকেই এলাকায় জলের সমস্যা রয়েছে। কয়েক বছর ধরে আশপাশের এলাকাগুলিতে জল মিলছে। অথচ আমাদের এই দু’টি এলাকায় নিয়মিত পানীয় জল মিলছে না। আমরা তিনবার লিখিতভাবে জলের দাবি করেছি। কোনও সুরাহা হচ্ছে না।
পঞ্চায়েত প্রধান মিনা কোলে বলেন, ওই দুই এলাকা ছাড়াও বেশ কয়েকটি এলাকায় জলের সমস্যা রয়েছে। কিছুদিন আগেই জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর থেকে মেরামতির কাজ করেছে। বিডিও ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আবার সমস্যার কথা জানানো হয়েছে। মেরামতির জন্য কর্মীরা আসবেন।-নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা