দক্ষিণবঙ্গ

খাতড়ায় ছিনতাইয়ে যুক্তদের স্কেচ আঁকতে সিআইডির দ্বারস্থ পুলিস

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খাতড়ায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের স্কেচ আঁকতে চলেছে পুলিস। জেলা পুলিসের কাছে ‘স্পেশালিস্ট আর্টিস্ট’ না থাকায় আধিকারিকরা সিআইডি-র দ্বারস্থ হয়েছেন। রাজ্য পুলিসের গোয়েন্দা বিভাগের কাছে এব্যাপারে আবেদন করা হয়েছে। দ্রুত স্কেচ আঁকতে পারদর্শীদের বাঁকুড়ায় পাঠানোর জন্য সিআইডির কাছে জেলা পুলিসের কর্তারা আর্জি জানিয়েছেন। ছিনতাইয়ের ঘটনার পর ১০দিন কেটে গেলেও পুলিস এখনও দুষ্কৃতীদের নাগাল পায়নি। তদন্তকারীরা বাঁকুড়া-পুরুলিয়ার কানাগলিতে তথ্য-প্রমাণ হাতড়ে বেড়াচ্ছেন। তদন্ত প্রক্রিয়ায় নজরদারির জন্য ডিএসপি এবং অতিরিক্ত পুলিস সুপার পদমর্যাদার আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। 
জেলার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, আমরা ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছি। তার ভিত্তিতে তদন্ত এগচ্ছে। দ্রুত ছিনতাইকারীদের নাগাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 
ঘটনার পর দুষ্কৃতীরা গাড়িতে চেপে যে ঝাড়খণ্ডে চলে গিয়েছে বলে জেলা পুলিসের আধিকারিকরা মনে করছেন। তবে দুষ্কৃতীদের গাড়িটির গতি বেশি থাকায় রাস্তার কোনও সিসি ক্যামেরায় নম্বর প্লেটের ছবি সেভাবে ধরা পড়েনি। ফলে গাড়িটি কোন জায়গার তা পুলিস এখনও জানতে পারেনি। ‘প্রেস’ লেখা গাড়িতে চালকের কাছে থাকা মাত্র কয়েক হাজার টাকার জন্য দুষ্কৃতীরা কীভাবে হামলা চালাতে পারে, তা দুঁদে পুলিস আধিকারিকদের ভাবিয়ে তুলেছে। এমনকী ওইদিন ছিনতাইয়ের শিকার গাড়ি চালকের পাশের সিটে বসে থাকা এক ব্যক্তির চালচলনও পুলিসের আতশকাচের তলায় রয়েছে। 
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ছিনতাইকারীদের বেশিরভাগেরই মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তবে তাদের মধ্যে দু’জনকে চালক দেখেছেন। ওই দু’জনের স্কেচ আঁকা হবে। আমাদের কাছে শিল্পী না থাকায় সিআইডি-কে তা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব শিল্পী পাঠানোর জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, অপারেশন চালানোর পর ছিনতাইকারীরা ১২০-১৩০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিল। ফলে রাস্তার সিসি ক্যামেরায় গাড়িটি দেখা গেলেও নম্বর প্লেটের ছবি ধরা পড়েনি। গাড়িটি পুরুলিয়ার মানবাজার হয়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে। একাধিক দলে ভাগ হয়ে পুলিস বাঁকুড়া সদর থানার পুয়াবাগান থেকে মানবাজার থানার ঝাড়খণ্ড সীমানা পর্যন্ত বিভিন্ন মোড়ে প্রত্যক্ষদর্শীর খোঁজ করছে। 
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ভোরে বাঁকুড়া শহর থেকে পত্রপত্রিকা নিয়ে চারচাকার গাড়িটি খাতড়া যাচ্ছিল। খাতড়া থানার সুপুর এলাকায় বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কে ছিনতাইকারীরা গাড়িটির পথ আগলায়। একটি স্করপিও গাড়িতে নিয়ে ওভারটেক করে তারা কাগজের গাড়িটির সামনে আড়াআড়ি দাঁড় করিয়ে দেয়। তারপর চালককে ‘গান পয়েন্টে’ রেখে দুষ্কৃতীরা অপারেশন সারে।
এক পুলিস আধিকারিক বলেন, ছিনতাইয়ের শিকার হওয়া গাড়িটিতে ‘প্রেস’ স্টিকার সাঁটানো ছিল। বাঁকুড়া-খাতড়ার মধ্যে চলাচলকারী ওই গাড়ি চালকের কাছে তেমন টাকাও থাকে না। তা সত্ত্বেও কেন ৬-৭ জনের বড় দুষ্কৃতী দল গাড়িটিকে টার্গেট করল তা নিয়ে আমরাও ধন্দে পড়েছি। বিশেষ করে চালকের পাশের আসনে থাকা দ্বিতীয় ব্যক্তির ভূমিকা আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই। ছিনতাইকারীরা চালকের মোবাইল নিলেও ওই ব্যক্তির থেকে তা নেয়নি। তারপরেও কেন তিনি ঘটনার পর পুলিসকে ফোনে বিষয়টি জানালেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী ঘটনার পর গাড়িতে তার উপস্থিতির কথা পুলিসের কাছে গোপন করার জন্যও চালককে অনুরোধ করেন। ওই ব্যক্তি ও গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। দু’জনকে প্রয়োজনে মুখোমুখি বসিয়ে ওইসব বিষয় জানতে চাওয়া হবে।  খাতড়া থানা। -নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা