দক্ষিণবঙ্গ

অভিযুক্তর হাতে গোলাপ ধরিয়ে ভালোবাসাকে মর্যাদা পুলিসের

সংবাদদাতা, সিউড়ি: ইংরেজিতে প্রবাদ আছে, ‘অল ইজ ফেয়ার ই‌ন লাভ অ্যান্ড ওয়্যার।’ অর্থাৎ, যুদ্ধ ও ভালোবাসায় সবকিছুই নৈতিক। লক্ষ্য পূরণ করতে যে কোনও কিছুই করা যেতে পারে। প্রবাদটির সত্যতা ফের প্রমাণিত হল সিউড়িতে। প্রেমিক ‘চোর’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করে উল্টে একগুচ্ছ লাল গোলাপ তাঁর হাতে তুলে দিলেন পুলিস আধিকারিকরা। 
ঘটনা মঙ্গলবার রাতের। সিউড়ি সার্কিট হাউস মোড়ে পুরসভার উদ্যোগে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা একটি ‘ব্যাক লিটেড’ বোর্ড লাগানো হয়েছিল। তাতে ছিল একটি হার্ট শেপের ‘লাভ’ প্রতীক।  মঙ্গলবার শেষ রাতে সেই প্রতীকটি চুরি হয়ে যায়। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ শহরের বাসিন্দারা। উজ্জ্বলবাবু তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘটনাটি পোস্ট করে তাঁর ক্ষোভের কথা জানান। সাধারণ মানুষকে পুরসভার সম্পত্তি রক্ষার জন্য সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে দায়িত্ব পালনের আর্জি জানান। বিষয়টি জানাজানি হতেই স্যোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়। অতঃপর ঘটনার তদন্তে নামে পুলিস। 
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ‘লাভ’ প্রতীকের চোরকে খুঁজে বের করে পুলিস। থানায় ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করতেই গরগর সব স্বীকার করে নেন ধৃত ব্যক্তি। কিন্তু চুরির কারণ শুনে চোখ কপালে ওঠে পুলিসের। এই ‘চোর’-কে নিয়ে কী করা যায় তা ভাবতে বসেন তাঁরা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাপন বাদ্যকর। বাড়ি মহম্মদ বাজারের সারেন্ডা গ্রামে। এদিন তিনি পুরনো বাইকের পরিবর্তে নতুন বাইক কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ি যাওয়ার পথে সিউড়ি পুরসভার বোর্ডটি চোখে পড়ে তাঁর। সিদ্ধান্ত নেন ওই ‘লাভ’ প্রতীকটি স্ত্রীকে উপহার দেবেন। বাপন পুলিসকে বলেন, আমি বউকে খুব ভালোবাসি। ওর জন্যই পুরনো বাইক বিক্রি করে নতুন বাইক কিনেছি। ওকে উপহার দেব বলে রাস্তায় লাগানো ‘লাভ’ চিহ্নটি খুলে নিয়েছিলাম। কিন্তু খুলতে গিয়ে ওটা ভেঙে যায়। তাই সিউড়ি বাস স্ট্যান্ডে ফেলে দিয়েছিলাম।
ধৃতের এই কথা শুনে প্রথমটায় বিশ্বাস করেনি পুলিস। কিন্তু পরে সেই ভাঙা ‘লাভ’ প্রতীক খুঁজে বের করে তারা। তারপর ওই ব্যক্তির বিরুদ্ধে আগের কোনও ক্রিমিনাল রেকর্ড না থাকায় তাঁর বক্তব্য সম্পর্কে নিশ্চিত হয় পুলিস। এরপর আধিকারিকদের মধ্যে ‘বউ পাগল’ বাপনের কীর্তি নিয়ে হাসাহাসি শুরু হয়। জেলা পুলিসের ডিএসপি (ডিএনটি) অয়ন সাধু এবং সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একগুচ্ছ লাল গোলাপ স্ত্রীকে দেওয়ার জন্য বাপনের হাতে তুলে দেওয়া হয়। স্ত্রীর প্রতি ভালোবাসার এই জ্বলজ্যান্ত উদাহরণকে সম্মান জানাতে বাপনের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়নি পুলিস। তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। 
পুলিসের এক আধিকারিক বলেন, আপাতত পুরসভার তৈরি ‘আমার ভালোবাসা সিউড়ি’ ফলকে ‘লাভ’ প্রতীকের জায়গায় একটি ডামি প্রতীক লাগানো হয়েছে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান বলেন, আমরা চাই মানুষ শহরের জিনিস রক্ষার ক্ষেত্রে সচেতন হোক। যদিও এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা