দক্ষিণবঙ্গ

বাঁকুড়ার জঙ্গলে দলবেঁধে পাহারা বনদপ্তরের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পড়শি জেলা পুরুলিয়ায় বাঘিনী জিনাত দাপিয়ে বেড়াতেই নড়েচড়ে বসল বাঁকুড়া বনদপ্তর। বাঁকুড়া দক্ষিণ বনবিভাগ যুদ্ধকালীন তৎপরতায় একাধিক দল গঠন করে নজরদারি শুরু করেছে। বান্দোয়ান লাগোয়া দক্ষিণ বাঁকুড়ার ঝিলিমিলি রেঞ্জ এলাকায় বনদপ্তরের  কর্মী-আধিকারিকরা ঘাঁটি গেড়েছেন। এদিকে, বাঘের আতঙ্কে বেলপাহাড়ী-বান্দোয়ান ঘেঁষা বাঁকুড়ার জঙ্গলগুলিতে কাঠুরিয়াদের যাতায়াত অনেক কমে গিয়েছে। গবাদি পশু নিয়েও কেউ জঙ্গলের আশপাশে যেতে চাইছেন না। এই সুযোগে যাতে কাঠ মাফিয়ারা জঙ্গল ‘সাফ’ না করতে পারে, সেব্যাপারে বনদপ্তর কড়া নজর রাখছে। উল্লেখ্য, মাওবাদী আন্দোলনের সময় জঙ্গলমহলের তিন জেলায় হঠাৎ করেই কাঠ মাফিয়াদের সক্রিয়তা বেড়ে যায়। বাম আমলের শেষদিকে প্রশাসনের রাশ আলগা হতেই জঙ্গলের দামি দামি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়। ওইসময় পুলিসকে বাধা দিতে রাস্তায় মাওবাদীরা গাছের গুঁড়ি ফেলে রাখত। মাওবাদীদের ঢাল করে কাঠ মাফিয়ারা দেদার শাল, সেগুন, মেহগনির মতো দামি গাছের কাঠ পাচার করেছিল বলে স্থানীয়দের দাবি। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তারজন্য বনদপ্তর ও প্রশাসনকে সজাগ থাকতে হবে বলা হয়েছে।    
অন্যদিকে, বর্তমানে পর্যটনের মরশুম চলছে। খাতড়া মহকুমার মুকুটমণিপুর, সুতান, ঝিলিমিলিতে শীতে পর্যটকদের ঢল নামে। এবার দেরিতে হলেও পিকনিক পার্টি ও পর্যটকরা ওইসব এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন। তবে তাদের জন্য প্রশাসন, পুলিস বা বনদপ্তরের তরফে কোনও বিশেষ নির্দেশিকা জারি করা হয়নি। বাঘের আগমনের পরেও পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলে আধিকারিকরা জানিয়েছেন। 
এব্যাপারে বাঁকুড়া দক্ষিণের ডিএফও প্রদীপ বাউরী বলেন, এডিএফও-র নেতৃত্বে মোট ১২ জনের দু’টি দল গঠন করা হয়েছে। বনকর্মীদের ওই দল দু’টি ঝিলিমিলি রেঞ্জ এলাকায় ঘাঁটি গেড়েছে। ঝিলিমিলির পাশে পুরুলিয়ার বান্দোয়ান। সেখানেই বাঘটি বর্তমানে রয়েছে। কোনও কারণে সেটি বাঁকুড়া জেলার সীমানা পার করে ঝিলিমিলি ঢুকলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তারজন্যই এই উদ্যোগ। তবে ওই দলে বাঘের ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত কোনও বন কর্মী নেই। বাঘ বাঁকুড়ায় ঢুকলে সুন্দরবন এবং ওড়িশা থেকে আসা বিশেষ দলকে রাস্তা চিনিয়ে দেওয়া ও স্থানীয়দের সতর্ক করার জন্যই আমাদের কর্মীরা কাজ করবেন। তবে বাঘের জন্য অযথা যাতে কেউ আতঙ্কিত না হন, তারজন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। বাঘ ঢুকলে সেটির সুরক্ষার জন্যই সংশ্লিষ্ট এলাকা আমরা ঘিরে রাখি। বাকি এলাকায় পর্যটক সহ সকলের অবাধ যাতায়াত থাকে। ডিএফও আরও বলেন, সারা বছরই জঙ্গলে আমরা নজরদারি চালিয়ে থাকি। বাঘ আসার পর জঙ্গলে লোকজনের যাতায়াত কমলেও কাঠ মাফিদের সক্রিয়তা নজরে পড়েনি। বছরের বিভিন্ন সময়ে আমরা বেআইনি কাঠ বোঝাই যানবাহন আটক করে থাকি। এখনও সেরকম দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। তার বেশি কিছু নয়।    
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা