দক্ষিণবঙ্গ

কাটোয়ায় বেহাল বনদপ্তরের শিশু উদ্যান, পুরসভাকে হস্তান্তরের দাবি

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরে দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে বনদপ্তরের অধীনে থাকা শিশু উদ্যানটি। সেখানে শিশুদের মনোরঞ্জনের জন্য থাকা বেশিরভাগ রাইড ভেঙে পড়েছে। একদিকের সীমানা পাঁচিল ভেঙে গিয়েছে অনেক আগেই। আগাছায় ভরে গিয়েছে ঘরগুলি। রাত হলেই ওই উদ্যানে অসামাজিক কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ। শিশু উদ্যানটি পুরসভাকে হস্তান্তরের জন্য চেষ্টা চালাচ্ছেন বিধায়ক।
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ওই শিশু উদ্যানটি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়ছে। ওই পার্কটি যাতে পুরসভাকে দেওয়া হয় তারজন্য রাজ্যের বনদপ্তরের সঙ্গে কথা চলছে। এর আগেও বনদপ্তরকে হস্তান্তরের জন্য চিঠি দিয়ে জানিয়ে ছিলাম। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরের কাশীগঞ্জপাড়া এলাকায় দীর্ঘ প্রায় ৩০ বছরের পুরনো এই শিশু উদ্যান রয়েছে। যা রাজ্য বনদপ্তরের নগর ও বিনোদন বিভাগের অধীনে রয়েছে। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই শিশু উদ্যানটি অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। শিশুদের সমস্ত রাইড, দোলনা ভেঙে পড়ে গিয়েছে। অনেকে রাইডের ভাঙা অংশ নিয়ে পালাচ্ছে। শিশু উদ্যানের একদিকের সীমানা পাঁচিল ভেঙে একেবারে পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই ওই শিশু উদ্যানে সহজেই অনেকে ঢুকে পড়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তাছাড়া আগাছায়ও ভরে গিয়েছে। সংস্কারের অভাবে শিশু উদ্যানটির এমন বেহাল দশা হয়েছে। আমরা চাই এটি সংস্কার করে পুনরায় শিশুদের জন্য চালু করা হোক। অনেকের দাবি, শিশু উদ্যানটি পুরসভাকে হস্তান্তর করা হোক। তাহলে রক্ষণাবেক্ষণ হবে।
আরও জানা গিয়েছে, কাটোয়া পুরসভার ২০টি ওয়ার্ডে মোট ২০টি শিশু উদ্যান রয়েছে। সেগুলি ঠিকমত রক্ষণাবেক্ষণ করা হয়। কাটোয়ার সবথেকে পুরনো শিশু উদ্যান রয়েছে পুরসভার পাশেই। ১৫ শতক জায়গার উপর ওই পার্কটি তৈরি করা হয়েছে পুরসভার নিজস্ব উন্নয়ন তহবিল থেকেই। সেখানে সিমেন্টের জীবজন্তু তৈরি করা হয়েছে। যাতে শিশুদের মানসিক বিকাশ ঘটতে পারে। ওই  পার্কের মধ্যে দোলনা, ফোয়ারা সহ শিশুদের মনোরঞ্জনের জন্য অন্যান্য সরঞ্জাম রয়েছে। ওই পার্কটিও সংস্কার করেছে পুরসভা। তাই পুরসভার দাবি, বনদপ্তরের পার্কটিও পুরসভাকে হস্তান্তর করা হোক। তাহলে অন্তত ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করা  হবে।-নিজস্ব চিত্র
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা