দক্ষিণবঙ্গ

রেশনে অনিয়মে বিক্ষোভ, পুরুলিয়ায় সাসপেন্ড ডিলার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: মাসের পর মাস ধরে রেশন না পাওয়ার অভিযোগ উঠেছে পুরুলিয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায়। তার প্রতিবাদে বুধবার রেশন দোকানের সামনে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া টাউন থানার পুলিস ও খাদ্যদপ্তরের আধিকারিকরা। বাসিন্দাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন আধিকারিকরা। তারপরেই ওই ডিলারকে সাসপেন্ড করা হয়। 
পুরুলিয়া মহকুমা খাদ্য নিয়মক অরুণ শাহু বলেন, ওই ডিলারের বিরুদ্ধে আগেও একবার এধরনের অভিযোগ উঠেছিল। আমরা ওই ডিলারের উপর কড়া নজর রেখেছিলাম। এদিন ফের অভিযোগ পাওয়া মাত্রই আমরা তাকে সাসপেন্ড করেছি। গ্রাহকদের অন্য দোকানের সঙ্গে ট্যাগ করা হয়েছে। 
পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দ্যু মাহালি বলেন, গরিব মানুষকে এভাবে বঞ্চিত করার কোনও অধিকার নেই ওই ডিলারের। খাদ্যদপ্তর অত্যন্ত সদর্থক পদক্ষেপ করেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ওই দোকানে রেশন নিতে এলেই উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হতো। গত প্রায় পাঁচ মাস ধরে এমন চলছে। স্থানীয় বাসিন্দা এক বৃদ্ধা লতিকা মিশ্র বলেন, ওই দোকানে রেশন নিতে গেলে আঙুলের ছাপ নেওয়া হয়। কিন্তু, রেশন দেয় না। পরিবর্তে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়া হয়। বলা হয়, অন্য তারিখে দেওয়া হবে। এভাবে মাসের পর মাস আমাদের ঘুরিয়েছে। বৃদ্ধার অভিযোগ, তিনি বিষয়টি খাদ্যদপ্তরের আধিকারিকদেরকেও জানিয়েছিলেন। যদিও তাঁরা কোনও ব্যবস্থা নেননি। আর এক বাসিন্দা সজল পরামানিক বলেন, গত প্রায় পাঁচ মাস ধরে আমাদের এভাবে ঘোরানো হয়েছে। প্রতিবারই বলা হয় রেশন সামগ্রী নেই। কাজ ফেলে কতবার আসব? আরএক বাসিন্দা সুভাষ রাজোয়ার বলেন, রেশন সামগ্রী না মেলায় চাল কিনে খেতে হচ্ছে। এভাবে কি সংসার চালানো যায়? সেই কারণেই বিক্ষোভ দেখিয়েছি। -নিজস্ব চিত্র
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা