দক্ষিণবঙ্গ

কাটোয়ায় ক্লাস চলাকালীনই শ্রাদ্ধানুষ্ঠানের ভোজের রান্না স্কুলবাড়িতে, বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: স্কুল প্রাঙ্গণে টাঙানো হয়েছে চাঁদোয়া। আর সেখানে জোর কদমে চলছে রান্নাবান্না। না না কোনও মিড ডে মিলের রান্না নয়। ক্লাস চলাকালীনই স্কুলের উঠোনে হচ্ছে শ্রাদ্ধবাড়ির ভোজের রান্না। আর এরপরই এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ঘটনাটি ঘটে আজ, মঙ্গলবার কাটোয়ার গাঁফুলিয়া গ্রামের পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এদিন সকাল থেকে চলছিল পাড়ার এক ‘দাদু’-র শ্রাদ্ধানুষ্ঠানের রান্না। এমনকী, এখানে ৬০০ জনের খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। ভোর হতে না হতেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। গ্যাস জ্বালিয়ে ওভেনে চড়েছিল রান্নার ব্যাঞ্জন। এদিকে, স্কুলের সময় হওয়ায় ধীরে ধীরে পড়ুয়ারাও আসতে শুরু করেছিল স্কুলে। এসব দেখে ক্ষুব্ধ হন অভিভাবকরাও।
একদিকে চলবে স্কুলের ক্লাস, আর অন্য দিকে চলবে রান্না। এটাই বোধহয় ঠিক করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। তবে এলাকাবাসীদের চাপের কাছে শেষমেশ নতি স্বীকার করেন তিনি। জানান, তাঁর ভুল হয়ে গিয়েছে। আগামী দিনে এমনটা আর হবে না। শুধু রান্নাবান্নাই নয়, ছোটো পড়ুয়াদের দিয়েই ভোজের জায়গা ঝাঁটও দেওয়ানো হয় বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে দাঁইহাট চক্রের স্কুল পরিদর্শক বলেন, এটা করা যায় না। আমি খোঁজ নিয়ে দেখছি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা