দক্ষিণবঙ্গ

আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য ১ লক্ষ ৯০ হাজার বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার এক লক্ষ ৯০ হাজার উপভোক্তা বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। মোট দুই লক্ষ ৯৫ হাজার আবেদনের মধ্যে ২ লক্ষ ৭১ হাজার আবেদন খতিয়ে দেখেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সেখানে ৭০ শতাংশ মানুষ বাড়ি পাওয়ার যোগ্য বলেই মনে করছে প্রশাসন। চলতি মাসে বাড়ির টাকা ঢুকতে পারে। নবান্নের নির্দেশিকার দিকে তাকিয়ে আছে প্রশাসনের কর্তারা। 
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মহম্মদ শামসুর রহমান বলেন, আমরা গত সপ্তাহেই তালিকা প্রকাশ করেছি। মঙ্গলবার পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সময় ছিল। এখনও পর্যন্ত যা আপত্তি এসেছে আমরা খতিয়ে দেখব। তবে প্রাথমিক ভাবে ২ লক্ষ ৯৪ হাজার ৭৮৬ জনের আবেদনের মধ্যে ২ লক্ষ ৭০ হাজার ৯৯৫টি আবেদন খতিয়ে দেখা হয়েছে। তার মধ্যে ৭০ শতাংশ ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য। আমরা তালিকা তৈরি করেছি। এবার নবান্নের নির্দেশিকার দিকে তাকিয়ে আছি। 
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আবাসের টাকা রাজ্য সরকার নিজেই দেবে। সেই লক্ষ্যে দুর্গাপুজো মিটতেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে জোরকদমে সমীক্ষার কাজ শুরু করে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। শেষবার আবাস যোজনার সার্ভে অনুযায়ী জেলায় ২ লক্ষ ৬৪ হাজার পরিবার বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিল। তারমধ্যে কেন্দ্রীয় সরকারের পোর্টালে ৪৪ হাজার আবেদন অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা পাঠায়নি কেন্দ্র। এবার মুর্শিদাবাদের ২ লক্ষ ৯৪ হাজার ৭৮৬ জন মানুষের নাম বাড়ি প্রাপকের তালিকায় ছিল। সেই তালিকা দেখে ২৫০টি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়। এখনও পর্যন্ত জেলার ২ লক্ষ ৭০ হাজার ৯৯৫ জন উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে। তাতে দেখা গিয়েছে প্রায় ৭০.১০ শতাংশ যোগ্য। প্রায় চার হাজার উপভোক্তার হদিশ মেলেনি। পরবর্তীতে যদি তাঁদের পাওয়া যায়, তাহলে ফের সমীক্ষা করা হবে। প্রকৃত গৃহহীনরা যাতে বাড়ি পায়, সেটাই লক্ষ্য জেলা প্রশাসনের। তবে প্রাথমিকভাবে সমীক্ষা শেষে জেলার ২৬টি ব্লকে বেশ কিছু আবেদনকারীর নাম বাদ গিয়েছে। এই বাদ যাওয়া তালিকার মধ্যে অনেকেই আছেন, যাঁরা নিজে থেকেই পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন। আবার অনেকেই আছেন, যাঁরা কৌশলে বাড়ি পেতে চাইছিল। যেমন, হরিহরপাড়া ব্লকে সাড়ে তিন হাজার উপভোক্তার নাম বাদ দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। তবে সবথেকে বেশি বাদ গিয়েছে বহরমপুর, ডোমকল  এবং বেলডাঙা ব্লকের আবেদন। প্রায় ৫০ শতাংশের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় স্বজনপোষণের অভিযোগ উঠছে। আবার সাগরদিঘি ও খড়গ্রামের মতো ব্লকে বহু গরিব মানুষের অনেক কাঁচাবাড়ি রয়েছে। তাঁদের আরও কিছু নাম আগামীতে তালিকায় সংযোজিত হতে পারে। 
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ডিসেম্বর মাসের শেষ দিক থেকেই টাকা ঢুকতে শুরু করতে পারে। তাই নবান্ন যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা তালিকা করে পাঠাব। মনে করা হচ্ছে তিনটি ধাপে বাড়ির টাকা ঢুকবে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা