দক্ষিণবঙ্গ

তালিকায় প্রধানের শ্বশুর, নাম বাদ অসহায় বিধবার

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আবাস তালিকায় স্বজনপোষণের লজ্জাজনক নজির গড়ল নন্দীগ্রাম-২ ব্লকের বিজেপি পরিচালিত বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, পাকাবাড়িতে বাস করা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের শ্বশুরের নাম আবাস তালিকায় উঠেছে। রয়েছে তাঁর ভাসুরের নামও। বিজেপির বুথ সভাপতির বাবা আগে আবাস যোজনায় বাড়ি পেলেও ফের তালিকায় তাঁর নাম রয়েছে। এভাবে নিয়ম ভেঙে একাধিক বিজেপি নেতানেত্রীর পরিবারের লোকজনের নাম আবাস তালিকায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ, তালিকা থেকে বাদ পড়েছে একাধিক যোগ্য ব্যক্তির নাম। ১৩ ডেসিমল জমির মালিক টালির বাড়িতে থাকা মহিলার নাম বাদ পড়েছে। বাদ দেওয়ার কারণ হিসেবে লেখা, তিনি আড়াই একর জমির মালিক!
বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একশো মিটার দূরে পঞ্চায়েতের বিজেপি প্রধান মৈত্রী গুড়িয়া দাসের বাড়ি। তাঁর শ্বশুর সুরজিৎ গুড়িয়া এবং মৈত্রীদেবী ও তাঁর স্বামী সুব্রত গুড়িয়া একসঙ্গে থাকেন। পাকাবাড়িতে বসবাস। তারপরও সদ্য প্রকাশিত আবাস তালিকায় সুরজিৎবাবুর নাম রয়েছে। পাশাপাশি মৈত্রীদেবীর ভাসুর সঞ্জয় গুড়িয়ারও নাম রয়েছে আবাস তালিকায়। তবে, সঞ্জয়বাবুর মাটির বাড়ি। তিনি আবাসের যোগ্য দাবিদার। কিন্তু, পাকাবাড়িতে বসবাস করেও সুরজিৎবাবুর নাম থাকা নিয়ে ঘরে বা‌ই঩রে তোপের মুখে পড়েছেন বিজেপির ওই পঞ্চায়েত প্রধান।
এর আগে আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে পাকা বাড়ি বানিয়েছেন বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের হানুভুঁইয়া বুথের বিজেপি সভাপতি কল্যাণ দাস। বাবা বিষ্ণুপদ দাস কল্যাণবাবুর সঙ্গেই থাকেন। অথচ, সার্ভে চলাকালীন রান্নাঘরকে বিষ্ণুপদবাবুর বাড়ি দেখিয়ে তাঁর নাম আবাস তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদ্য প্রকাশিত তালিকায় ওই বিজেপির বুথ সভাপতির বাবার নাম নিয়েও বিডিও অফিসে অভিযোগ জমা পড়েছে। এভাবে ওই গ্রাম পঞ্চায়েতে পাকাবাড়ি থাকা বিজেপির বেশ কয়েকজন সক্রিয় কর্মীর নাম আবাস তালিকায় থাকায় স্বজনপোষণ কাঁটায় বিদ্ধ পদ্মপার্টি।
অথচ, হানুভুঁইয়া গ্রামের মমতা ভুঁইয়া টালির চালাবাড়িতে বসবাস করেন। প্রায় ১৫ বছর ধরে তাঁর স্বামী নিখোঁ‌জ। স্থাবর সম্পত্তি বলতে মোট ১৩ ডেসিমল জমি। অথচ আশ্চর্যজনকভাবে আবাস তালিকা থেকে বাদ পড়েছে মমতা ভুঁইয়ার নাম। কারণ হিসেবে উল্লেখ রয়েছে, তাঁর নাকি আড়াই একর জমি রয়েছে। ওই তথ্য জানার পর স্বামীহারা ওই প্রৌঢ়া আকাশ থেকে পড়ছেন। কীভাবে তাঁর নামে আড়াই একর জমি থাকার তথ্য জুড়ল তা ভেবে পাচ্ছেন না। একইভাবে হানুভুঁইয়া গ্রামে মস্ত পাকা একতলা বাড়ি বানিয়েছেন খগেন্দ্রনাথ জানা। তবুও ২৭ নভেম্বর প্রকাশিত আবাস তালিকায় তাঁর নাম রয়েছে। অথচ, রঙ্কিনীপুর গ্রামের ছোট্ট টালির চালাবাড়িতে থাকা পাঁচ ডেসিমল জমির মালিক বিধবা অসীমা মণ্ডলের নাম বাদ। ওই পাড়ার নিতাই দাসের ঢালাই করা পাকা বাড়ি থাকা সত্ত্বেও গোয়ালঘরকে বসত বাড়ি দেখিয়ে আবাস তালিকায় নাম কনফার্ম করেছেন।
বিরুলিয়া অঞ্চল তৃণমূল সভাপতি অরুণাভ জানা বলেন, এই গ্রাম পঞ্চায়েতের আবাস তালিকায় বিস্তর ত্রুটি রয়েছে। আমরা দলের পক্ষ থেকে সোমবার বিডিওর কাছে ১২০ জনের নামের তালিকা জমা দিয়েছি। তাঁদের মধ্যে ৭০ জন আমাদের পার্টি কর্মী ও সমর্থক হওয়ায় কাঁচাবাড়িতে বসবাস করার পরও আবাস তালিকা থেকে নাম বাদ পড়েছে। উল্টোদিকে, পাকাবাড়ি, চাকরিজীবী এবং পেনশন ভোগী ৫০ জনের নাম আবাস তালিকায় জ্বলজ্বল করছে।
বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মৈত্রীদেবী বলেন, অসংখ্য পরিবারে বাবা-ছেলে, দুই ভাইয়ের নাম আবাস লিস্টে উঠেছে। আমার শ্বশুর পালা করে ভাসুর এবং আমাদের কাছে থাকেন। তিনি আবাস যোজনার বৈধ উপভোক্তা।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা