দক্ষিণবঙ্গ

এবার শহরের মতো পরিষেবা পাবেন গড়বাড়ি-১ পঞ্চায়েতের বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পঞ্চায়েতের হাত ধরে শহর এলাকার পরিষেবা পাবেন গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার ভগবানপুর-২ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত গড়বাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে তারই একগুচ্ছ কাজের উদ্বোধন হল। স্মার্ট ডিসপেনসারি, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ, পথবাতি, ওয়াটার এটিএম পরিষেবা এবং পঞ্চায়েতের সকল বসিন্দার মোবাইলে এসএমএস অ্যালার্ট পরিষেবা চালু হল। এদিন ওই পঞ্চায়েতে গ্রাম সংসদ সভা ছিল। প্রায় তিন হাজারের মানুষের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভার ধাঁচে একের পর এক পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে করোনার সময় জীবন বাজি রেখে কাজ করা চিকিৎসক, কৃতী ছাত্রছাত্রী, অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। গ্রামসভায় অংশ নেওয়া মানুষজন পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
১৯৮৮সাল থেকে টানা ৩৬বছর ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত স্বপনকুমার দাস গড়বাড়ি-১ পঞ্চায়েতের প্রধান। দু’টি টার্মের প্রধান, একটি টার্মের উপপ্রধান এবং গত টার্মে জেলা পরিষদে পূর্ত কর্মাধ্য‌ক্ষ ঩হিসেবে কাটিয়েছেন স্বপনবাবু। গড়বাড়ি-১ পঞ্চায়েতে তাঁর পারফরম্যান্সের নিরিখে একাধিক পুরস্কারও পেয়েছেন। সময়ের পরিবর্তনে মানুষের চাওয়া পাওয়া বদলেছে। সেকথা মাথায় রেখে শহরকেন্দ্রিক পরিষেবা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে এই পঞ্চায়েত। মঙ্গলবার ওই পঞ্চায়েতের মধুসূদনচকে গ্রাম সংসদ সভায় সেইসব পরিষেবার উদ্বোধন হল।
গড়বাড়ি-১ পঞ্চায়েতের মোট ৪৬৪৮টি পরিবারের মোবাইল নম্বর জোগাড় করে ডেটাবেস বানানো হয়েছে। দুর্যোগ থেকে পঞ্চায়েতের কর্মসূচি এবং যে কোনও বার্তা এবার এক ক্লিকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে। জেলায় এই প্রথম কোনও পঞ্চায়েত এধরনের কর্মসূচি নিল। এছাড়া, পড়াচিংড়া গোবর্ধন হাইস্কুল, বাজকুল শিক্ষা নিকেতন, বাজকুল বলাইচাঁদ হাইস্কুল, নাজিরবাজার হরেন্দ্রনাথ হাইস্কুল এবং তিওরখালি নগেন্দ্র বালিকা বিদ্যালয়ে পঞ্চায়েতের উদ্যোগে ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হল। ওই পঞ্চায়েতের পড়াচিংড়া এবং ঝিনুকখালিতে নোনাজলের সমস্যা রয়েছে। এজন্য পানীয় জলের সমস্যা ছিল। সেই সমস্যা কাটাতে পঞ্চায়েতের উদ্যোগে দুই গ্রামে ওয়াটার এটিএম পরিষেবা এদিন চালু করা হয়। 
স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির দেড় কোটি টাকা ব্যয়ে ঝিনুকখালি থেকে মধুসূদনচক পর্যন্ত পাঁচ কিলোমিটার ১০ফুট চওড়া ঢালাই রাস্তার উদ্বোধন হল। এছাড়াও এদিন পঞ্চায়েতের উদ্যোগে স্মার্ট ক্লিনিক ডিসপেনসারি চালু হল। রক্ত পরীক্ষা থেকে ওষুধপত্র এবং চিকিৎসা পরিষেবা ফ্রিতে পাবেন গ্রামের মানুষজন। এদিন পাঁচটি শ্মশানে প্রতীক্ষালয় শ্মশানবন্ধুদের জন্য খুলে দেওয়া হয়। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ১৭টি শ্মশান রয়েছে। প্রধান স্বপনবাবু বলেন, সবকটি শ্মশানে প্রতীক্ষালয় বানানো হবে। এছাড়াও মঙ্গলবার ৫৩লক্ষ টাকা মূল্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪০টি কাজের টেন্ডার প্রস্তুত করা হয়। ড্রেন, পথবাতি, রাস্তা প্রভৃতি রয়েছে। বাজকুল বাজার এলাকায় ১৩লক্ষ টাকা খরচে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট গড়ে উঠেছে। শহরের ধাঁচে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা হবে।
এদিনের গ্রাম সংসদ সভা এবং একগুচ্ছ উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণকুমার জানা, জেলা পরিষদ সদস্যা বর্ণালী মণ্ডল, ব্লক আধিকারিক মানস মান্না এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুজিত বেরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পঞ্চায়েত প্রধান স্বপনবাবুর এই উদ্যোগকে গ্রাম সংসদ সভায় আগত মানুষজন সাধুবাদ জানান।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা