দক্ষিণবঙ্গ

আবর্জনা সংগ্রহে টাকা নেবে পুরুলিয়া পুরসভা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: কাউন্সিলারদের ‘খিদে’ মেটাতে মেটাতেই হিমশিম অবস্থা পুরুলিয়া পুরসভার। তলানিতে ঠেকেছে পুরসভার নিজস্ব তহবিল। দু’মাস ধরে বন্ধ সাফাইকর্মীদের বেতন। ইতিমধ্যেই এনিয়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সাফাইকর্মীরা। এই পরিস্থিতিতে পুরসভার নিজস্ব তহবিলের ঘাটতি মেটাতে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য ‘কর’ নেওয়ার সিদ্ধান্ত নিল পুরুলিয়া পুরসভা। চলতি মাস থেকেই বাড়ি পিছু মাসে ৩০ টাকা টাকা করে নেবে পুরসভা।
পুরুলিয়া পুরসভা সূত্রে খবর, এই মুহূর্তে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৯৫০জন সাফাইকর্মী রয়েছেন। কাজের ভাগ অনুযায়ী তাঁরা দৈনিক ১২০ টাকা থেকে ৩০০ টাকা পান। তবে, অধিকাংশেরই বেতন মাত্র ১২০ টাকা! মাসে ৩৬০০ টাকাতেই তাঁদের সংসার চালাতে হয়। অথচ, তাঁরাই প্রতিদিন শহরের ঘুম ভাঙার আগেই জঞ্জাল অপসারণ করেন। খালি পায়ে ড্রেনে নেমে ময়লা তুলে নিকাশি ব্যবস্থাকে সচল রাখার চেষ্টা করেন। শহরের আবর্জনার স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় যখন সবাই নাকে রুমাল চাপা দেয়, তখন সেই আবর্জনার দুর্গন্ধ তাঁরা টেনে নেন বুকের পাঁজরে। সমাজের ‘নীলকণ্ঠ’দের মাসে মাত্র ৩৬০০ টাকা দিতেই হিমশিম খাচ্ছে পুরুলিয়া পুরসভা। দু’মাস ধরে বন্ধ আছে বেতন। বেতনের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটও শুরু করেছেন সাফাই কর্মীরা।
এই পরিস্থিতিতে এদিন বিকেলে শহরের এমএস ময়দানে নির্মল সাথীদের নিয়ে বৈঠকে বসেন পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি। সেখানেই সিদ্ধান্ত হয়, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য মাসে ৩০ টাকা করে নেবে পুরসভা। পুরসভা এলাকায় ৩৬ হাজারের বেশি বাড়ি রয়েছে। সেই সঙ্গে শহরের সমস্ত দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকেও আবর্জনা সংগ্রহের জন্য সর্বনিম্ন ৩০ এবং সর্বোচ্চ ৫০ টাকা নেওয়া হবে। চেয়ারম্যান বলেন, শহরকে আরও পরিষ্কার পরিছন্ন রাখতেই এই সিদ্ধান্ত। কয়েক বছর আগেই আমরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য ডাস্টবিন দিয়েছি। এবার ইউজার্স চার্জও নেব। নির্মল সাথীরা সেই টাকা সংগ্রহ করবেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়মেই এই চার্জ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এতে সাফাই কর্মীদের সময়ে বেতন দিতে পারব। তবে, প্রশ্ন উঠছে, পুরসভার ভাঁড়ারের এই হাল কেন? পুরসভা সূত্রের খবর, আয়ের তুলনায় ব্যয় বেশি। কাউন্সিলারদের প্রতি মাসে ভাতা যেখানে মাত্র ১৫০০ টাকা, সেখানে ‘ভুয়ো’ বিল জমা দিয়ে মাসে ২০ হাজার টাকা করে তুলছেন তাঁরা। সম্প্রতি ‘বর্তমান পত্রিকা’য় এনিয়ে খবর প্রকাশ হওয়ার পর তা বন্ধ রয়েছে। কিন্তু তারপরেও পুরসভার নিজস্ব তহবিলে আয় বাড়ছে না কেন? পুরসভার এক আধিকারিকের জবাব, গৃহ সমীক্ষার কাজ হয়নি দীর্ঘদিন। ২০১১ সাল থেকে ট্যাক্স অ্যাসেসমেন্টের কাজ বন্ধ। কাউন্সিলারদের ‘ম্যানেজ’ করেই শহরে হোর্ডিং লাগানো হচ্ছে। পুরসভার এমন অনেকেই আছেন, যাঁরা অফিসের গাড়ি ব্যবহার করেন। অথচ পুরসভা থেকে তেলের খরচ নিয়ে নিজের কিংবা আত্মীয়ের গাড়িতে তেল ভরেন!
এনিয়ে সাফাই কর্মীদের ক্ষোভ, কাউন্সিলাররা লুটেপুটে খাচ্ছেন, আর আমাদের বেতন বন্ধ! পুরসভার কাউন্সিলার ইনচার্জ তথা শহর সভাপতি প্রদীপ ডাগার বলেন, পুরসভায় জনগণের টাকা যেভাবে খরচ হচ্ছে, তা বন্ধের প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সাফাই কর্মীদের নিয়মিত বেতন প্রদানের পাশাপাশি বেতন বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। এরজন্য চেয়ারম্যানকে জানিয়েছি। কীভাবে নিজস্ব তহবিল বৃদ্ধি করা যায়, তানিয়ে চেয়ারম্যানকে পরামর্শও দিয়েছি।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা