দক্ষিণবঙ্গ

হিমাচলের ‘রামফলে’ মজে জেলা, প্রতি কেজি বিকোচ্ছে ২৫০ টাকায়

সংবাদদাতা, বহরমপুর: সীতাফল অনেকের কাছেই পরিচিত নাম। এবার ফলের বাজারে নতুন সংযোজন রামফল। হিমাচল প্রদেশের শীতকালীন এই ফল এবছরই বাজারে আমদানি হয়েছে। মিষ্টি স্বাদের এই ফলের প্রকৃত নাম পার্সিউমল। মুর্শিদাবাদ জেলায় তারই পোশাকি নাম হয়েছে রামফল। বিক্রেতাদের দাবি, বনবাসী রামচন্দ্রের বসনের রঙের কারণেই ফলের নামে রাম জোড়া হয়েছে। বহরমপুরের ফলের বাজারে রামফলের চাহিদা হু হু করে বাড়ছে। পিস হিসেবে নয়। কেজিতে বিকোচ্ছে পার্সিউমল তথা রামফল। বহরমপুরে খুচরো বাজারে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফল বিক্রেতাদের দাবি, ফলের স্বাদ ও গুণমান এতটাই ভালো যে একবার যাঁরা খেয়েছেন তাঁরা বারবার আসছেন। তবে দামের কারণে অনেকেই রামফলের দিকে হাত বাড়াতে পারছেন না এটাও সত্য।
গাঢ় গেরুয়া রঙের এই ফল দেখতে অনেকটা কমলালেবুর মতো। তবে বোঁটার দিক এবং পিছনের দিকটা চাপা হওয়ায় দেখতে চ্যাপ্টা আকৃতির হয়। ফল বিক্রেতাদের দাবি, আম, আনারসের মতো সুগন্ধ না থাকলেও স্বাদে অতূলনীয় হয় রামফল। বাজারে আমদানি হতেই চাহিদা বাড়তে শুরু করেছে। 
বহরমপুর শহরের কান্দি বাস স্ট্যান্ড এলাকার ফল বিক্রেতা ছোটন ঘোষ বলেন, এবারই প্রথম আমদানি হয়েছে। ফল কিনতে এসে অনেকেই নাম জিজ্ঞেস করছেন। আগ্রহ দেখিয়ে একবার যারা কিনছেন তাঁরা আবার ফিরে আসছেন। ফল বিক্রেতা বাবু শেখ বলেন, এখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষও সামর্থ্য অনুয়ায়ী ফল কিনছেন। তবে ড্রাগন বা রামফল সবাই কিনতে পারছেন না। অনেকেই দাম নামার জন্য তাকিয়ে রয়েছেন।
বেল বাঙালির কাছে সীতাফল নামেই পরিচিত। তবে এই ফল মূলত গ্রীষ্মকালীন। আর রামফল হল শীতকালীন। জেলার ফল বিক্রেতারা এখনও জানেন না রামফল আপেল, কলা, ড্রাগনের মতো সারা বছর বাজারে থাকবে কিনা। তবে রামফলের আমদানি বাড়তে শুরু করলে দাম কমবে বলেই অনুমান অনেকের। কান্দি বাস স্ট্যান্ডে ফল কিনতে এসেছিলেন স্মিতা হাজরা। তিনি বলেন, একদিন রামফল কিনে নিয়ে গিয়েছিলাম। ছেলেমেয়েরা বায়নায় আবার কিনলাম।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা