দক্ষিণবঙ্গ

নওদায় বেসরকারি স্কুলের হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার আমতলার বেসরকারি আবাসিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় সংলগ্ন হস্টেল থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারের লোককে কিছু না জানিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যায় ওই ছাত্রীকে। হাসপাতালে আসার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিস জানিয়েছে, মৃতের নাম, সোহনা মণ্ডল (১৪)। তার বাড়ি নওদার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের বাদশানগরে। বাড়ি থেকে আট কিলোমিটার দূরে আবাসিক স্কুলের হস্টেলে থেকেই পড়াশোনা করত সোহনা। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 
এই ঘটনায় পরিবারের লোকজন বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। কেন না জানিয়ে, মেয়ের দেহ হাসপাতালে এনে ময়নাতদন্ত করার জন্য ঢোকানো হল সে নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। 
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আবাসিক হস্টেলে ফ্যান থেকে একটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখা যায় সোহানাকে। তারই এক সহপাঠী দেখতে পেয়ে হস্টেলের ওয়ার্ডেনকে জানায়। তখনই তড়িঘড়ি দেহ নামিয়ে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। মেডিক্যালে নিয়ে আসার পথেই  মৃত্যু হয় সোহানার। 
মৃতার মেসোমশাই মনিরুল মণ্ডল বলেন, কেন এমন ঘটল, আমরা তদন্ত চাই। থানায় অভিযোগ জানাচ্ছি। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে শুনলাম। অথচ বাড়ির লোককে জানানো হচ্ছে মেয়ের মৃত্যুর পর। আমাদেরকে কিছু না জানিয়ে দেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের একাধিক অভিযোগ রয়েছে, তাদের গাফিলতির জন্য আজ আমাদের মেয়েকে হারাতে হল। 
মৃতার দাদু নাজিমুদ্দিন মণ্ডল বলেন, বাড়ি থেকে ওই মিশনারি স্কুল বেশকিছুটা দূরে হওয়ায় চার বছর ধরে নাতনিকে ওখানে হস্টেলে রেখে পড়ানো হত। ও পড়াশোনায় খুবই মেধাবী ছিল। সবসময় হাসিখুশি থাকত। মাঝে মধ্যেই ফোনে মায়ের সঙ্গে কথা বলত। কোনও সমস্যা ছিল না। তাহলে কেন এমন হবে? স্কুলের তরফ থেকে তো আমাদের কিছুই জানানো হয়নি। পরে বলছে আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের মনে হয় না নাতনি আত্মহত্যা করতে পারে। 
যদিও ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ এই গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। স্কুলের তরফে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রেজওয়ান মল্লিক বলেন, সকাল সাড়ে ৯টা নাগাদ আমি জানতে পারি ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছে। ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে ঝুলছিল। আমি যখন যাই তখন অন্যরা দেহ নামিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করছে। সেখানে চিকিৎসক বলেন অবস্থা খারাপ, মেডিক্যালে নিয়ে যেতে। আমরা আগে ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। মেডিক্যালে আনার সময় সাড়ে ১০টা নাগাদ ছাত্রীর পরিবারকে বিষয়টি জানিয়েছি। সোহানা একদম আমার সন্তানের মতো ছিল। কোনও খারাপ আচরণ ছিল না ওর। বন্ধুদের সঙ্গে কোনও সমস্যা হয়েছে কিনা, সেটা জানতে হবে। এদিন সকলে যখন স্নান করতে ঢুকেছে সেসময় ঘরে বালতির উপর উঠে গলায় ফাঁস দিয়েছে বলেই মনে করা হচ্ছে। 
তিনি আরও বলেন, আমাদের স্কুলের চারতলা হস্টেলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা পড়ে। হস্টেলের একটি বড় রুমে ১৬-১৭ জন করে ছাত্রী থাকে। প্রতিটি ফ্লোরে দু’জন করে ম্যানেজার আছেন। সকাল সাড়ে ৮টা নাগাদ মেয়েরা স্নানে যায়। সেসময় এই ঘটনা ঘটেছে। ছাত্রীরাই প্রথম জানতে পারে এই ঘটনা।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা