বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ফরাক্কায় প্রচুর হেরোইন সহ ধৃত ৩ কারবারি

সংবাদদাতা, জঙ্গিপুর: মালদহের কালিয়াচক থেকে প্রতিবেশী রাজ্য বিহারে মাদক পাচার করা হচ্ছিল। মুর্শিদাবাদের উপর দিয়ে সেই মাদক নিয়ে যাওয়া হচ্ছে বলে জানতে পারে পুলিস। সেই মতো অভিযান চালায় ফরাক্কা থানার পুলিস। অভিযান চালিয়ে প্রচুর হেরোইন সহ তিন কারবারিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতরা হল কুন্দন কুমার, গুলশন কুমার ও অমর কুমার। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের ভাগলপুরে বলে জানা গিয়েছে। পুলিসের চোখে ধুলো দিতে মাদক কারবারিরা সাধারণ যাত্রীর বেশে ফরাক্কার স্টেশন সংলগ্ন মাঠে ঘোরাঘুরি করছিল। সুযোগ বুঝে মাদক নিয়ে বিহারের ভাগলপুরে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিস। 
ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, তিন যুবক বিডিও অফিস সংলগ্ন এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করছিল। আগাম খবরের ভিত্তিতে তাদের গতিবিধি নজরে রাখা হয়েছিল। আটক করে তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে প্রায় ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। মাদক পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ফরাক্কার স্টেশন থেকে কিছুটা দূরে বিডিও অফিস সংলগ্ন বিন্দুগ্রাম মেলার মাঠে তিন যুবক বসে শলাপরামর্শ করেছিল। আগে থেকেই সেখানে সাধারণ পোশাকে হাজির ছিল পুলিস। তাদের গতিবিধির উপর নজর রাখছিল। তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতেই জ্যাকেটের ভেতরের পকেট থেকে হেরোইনের সাতটি প্যাকেট উদ্ধার করে পুলিস। তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও কিছু নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়। মালদহের কালিয়াচক থেকে তারা মাদক আমদানি করেছে বলে প্রাথমিক জেরায় কবুল করেছে বলে দাবি পুলিসের। ওই মাদক বিহারের ভাগলপুরের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তারা মাঠে বসে বিহারগামী ট্রেনের অপেক্ষা করছিল। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা