দক্ষিণবঙ্গ

চন্দ্রকোণা ১ ব্লকের হলাঘাটে সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, বিক্ষোভ

সংবাদদাতা, ঘাটাল: সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে চন্দ্রকোণা-১ ব্লকের হলাঘাটে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থার কর্মীদের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ঢালাইয়ের পরই লোহার রড বেরিয়ে পড়ছে। এর ফলে ওখান থেকেই ফাটল শুরু হবে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, ‘এদিনের বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই। তবে ব্রিজ তৈরির বিষয়ে কোনও আপস করা হবে না। এনিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলব।’ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা বহুদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতেন। বাম আমল থেকে ব্রিজ নির্মাণের দাবি উঠলেও তা পূর্ণতা পায়নি। অবশেষে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে নিয়ে কয়েক কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরির কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফলে ব্রিজের স্থায়িত্ব কতদিন হবে তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। তাঁরা জানান, সেতু নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কাঁচামাল। বালি-মাটি মিশিয়ে অপর্যাপ্ত মানের কংক্রিট তৈরি হচ্ছে এবং রডের স্থায়িত্ব নিয়েও সন্দেহ রয়েছে।-নিজস্ব চিত্র  
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা