দক্ষিণবঙ্গ

তিলাবনির ইসিএলের কোলিয়ারিতে ডাকাতি 

সংবাদদাতা, দুর্গাপুর: পাণ্ডবেশ্বর থানার ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে রবিবার গভীর রাতে। প্রায় ২৫ জনের সশস্ত্র ডাকাত দল কোলিয়ারির নিরাপত্তা রক্ষীদের মারধর করে একটি ঘরে আটকে রেখে লুটপাট চালায়। ভেঙে ফেলা হয় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরা। এর পরেই কোলিয়ারির মূল্যবান যন্ত্রাংশ পিকআপ ভ্যানে বোঝাই করে চম্পট দেয় ডাকাত দল। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে কোলিয়ারি চত্বরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিস ও ইসিএলের আধিকারিকরা আসেন।
ডাকাতের হাতে আহত নিরাপত্তারক্ষীদের সূত্রে জানা গিয়েছে, তিলাবনি কোলিয়ারিটি ইসিএল কর্তৃপক্ষ কয়েক মাস আগে কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থাকে বরাদ্দ দিয়েছে। সেখানকার অধিকাংশ ইসিএল কর্মীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও ইসিএলের নিজস্ব নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। ওই কোলিয়ারিতে একজন মাত্র ইসিএলের নিরাপত্তা রক্ষী রয়েছেন। বাকি বেসরকারি সংস্থার লাঠিধারী নিরাপত্তা রক্ষী আছে।
ওইদিন রাতে কোলিয়ারি চত্বরে প্রায় ৫ জন নিরাপত্তা রক্ষী ডিউটিতে ছিলেন। রাত পৌনে তিনটে নাগাদ সশস্ত্র ডাকাত দলটি কোলিয়ারিতে ঢুকেই ওই নিরাপত্তা রক্ষীদের মারধর করতে শুরু করে। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় ডাকাতদল। এর পরে একটি ঘরে ওই রক্ষীদের বন্ধ করে রেখে লুটপাট শুরু করে। আহত রক্ষী সমীরণ মুখোপাধ্যায়, শেখ সালাউদ্দিন ও দীনেশ মণ্ডল বলেন, ডাকাত দল এসেই প্রথমে আমাদের লাঠিপেটা শুরু করে। এর পরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাদের মোবাইল ফোন কেড়ে নেয়। তার পরে একটি ঘরে আটকে রাখে। সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙে দেয়। যন্ত্রাংশ লুট করে যাওয়ার সময় আমাদের জিজ্ঞাসা করে সিসিটিভি চালু ছিল কি না। আমরা বলি, বন্ধ আছে। তখন একজন ডাকাত আমাদের হুমকি দেয়। যদি সিসিটিভি চালু থাকে, তাহলে কাল তোদের দেখাব মজা। প্রায় ২৫ জন ডাকাত ছিল। সকলে মুখে কাপড় বেঁধে এসেছিল। বাঁকেলা এরিয়ার সিকিউরিটি ইনচার্জ সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই কোলিয়ারিতে নিরাপত্তা রক্ষী বাড়াতে হবে। ইসিএল কর্তৃপক্ষকে সেই বিষয়ে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না। 
ওই এরিয়ার কোলিয়ারি মজদুর কংগ্রেসের (এইচএমএস) সম্পাদক মিন্টু বন্দ্যোপাধ্যায় বলেন, কোলিয়ারির ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও স্টোররুমে ডাকাতি হয়েছে। প্রায়ই কোনও না কোনও কোলিয়ারিতে এইরকমভাবে ডাকাতি হচ্ছে। ইসিএল কর্তৃপক্ষকে নিরাপত্তা রক্ষী বাড়ানোর দিকে অবশ্যই নজর হবে। ইসিএলের বাঁকোলা এরিয়ার জিএম সঞ্জয়কুমার সাহু বলেন, পুলিসে অভিযোগ করা হয়েছে। এসিপি (অণ্ডাল) পিন্টু সাহা বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত চলছে।-নিজস্ব চিত্র
 
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের রুক্ষ ব্যবহার ও মতিগতি নিয়ে মানসিক চিন্তা। কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। বিদ্যায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা