দক্ষিণবঙ্গ

ষষ্ঠী থেকেই পুরুলিয়া শহরে যান শাসন শুরু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুজোর সময় রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষকে যাতে যানজটের সমস্যায় পড়তে না হয়, তারজন্য পুরুলিয়া শহরে ‘নো এন্টি’ করতে চলেছে ট্রফিক পুলিস। ষষ্ঠীর দুপুর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই বিধি বলবৎ করা হবে বলে পুলিস সূত্রে জানানো হয়েছে। পণ্যবাহী গাড়ি তো বটেই, অটো, টোটো থেকে শুরু করে চারচাকা গাড়ি চলাচলেও লাগাম টানা হয়েছে। বুধবার থেকে পরের সপ্তাহের সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে অত্যাবশকীয় পণ্যের গাড়িকে ছাড়পত্র দিয়েছে প্রশাসন। 
ষষ্ঠীর দিন থেকেই শহরে ঢল নামে মানুষের। জেলা তথা ভিন জেলার মানুষও দুর্গাপুজোয় এসে ভিড় করেন পুরুলিয়া শহরে। তাই অটো, টোটো থেকে শুরু করে অন্য কোনও পণ্যবাহী গাড়ি যাতে সাধারণ মানুষের ঠাকুর দেখার পথ অবরুদ্ধ করতে না পারে, তার জন্য যান চলাচলে লাগাম টানা হয়েছে। বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে নাকা পয়েন্ট করা হচ্ছে। শহরে প্রবেশের বহু আগে থেকেই নাকা করে পণ্যবাহী লরি, ট্রাক আটকানো হবে। আসানসোল থেকে পুরুলিয়া প্রবেশের পথে ছররা, বাঁকুড়া-পুরুলিয়া রোডের ভাঙরা, বলরামপুর-পুরুলিয়া রোডের কাড়ামারা সহ বিভিন্ন পয়েন্টে নাকা করা হচ্ছে। 
জেলা ট্রাফিক পুলিস সূত্রের খবর, ষষ্ঠী ও সপ্তমীর দিন বিকেল পাঁচটা থেকে মধ্যরাত্রি, অষ্টমী ও নবমীর দিন বিকাল তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত নো এন্ট্রি জারি থাকছে। দশমীর দিন বিকাল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত, এবং পরের দিন সোমবার অর্থাৎ কার্নিভ্যালের দিন দুপুর তিনটে থেকে ভোর তিনটে পর্যন্ত নো এন্ট্রি জারি থাকবে। এই একই সময়ে শহরে অটো, টোটো থেকে শুরু করে চারচাকা চলাচলের ক্ষেত্রেও রাশ টানা হচ্ছে। শহরে প্রবেশের মূল পয়েন্টগুলি অর্থাৎ সাধুডাঙ্গা, ডুলমি ক্রসিং, ভিক্টোরিয়া স্কুল মোড়, রাঘবপুর, গোশালা ও তেলকলপাড়ার কাছেই টোটো, চারচাকা গাড়ি আটকে দেওয়া হবে। তবে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। চারচাকার ক্ষেত্রে জিইএল চার্চ, সার্কাস ময়দান, আইটি পার্ক সংলগ্ন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। নবমীর শহরের রাস্তায় বাইক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। বাইকের ক্ষেত্রে গোশালা লেভেল ক্রসিংয়ের কাছে, ভিক্টোরিয়া স্কুল মাঠ, স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা থাকছে।
এছাড়াও বহু গ্রামীণ জায়গায় যেখানে পুজোর সময় প্রচুর মানুষের জমায়েত হয়, সেইসব এলাকাতেও বড় গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হবে। কয়েকটা রুটকে নো এন্ট্রি করে দেওয়া হবে। পাশাপাশি, পুজোর সময় যাতে কোনও সড়ক দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়টি মাথায় রাখা হবে। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তার কথাও মাথায় রাখছে পুলিস। রাস্তায় থাকছে জেলা পুলিসের উইনার্স টিম।  ভিড়ে শিশুরা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কার কথা মাথায় রেখে পুজো দেখতে বেরনো অভিভাবকদের উদ্দেশ্য পুলিসের তরফে বাচ্চাদের পকেটে পরিচয়পত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তারজন্য আগাম সতর্ক রয়েছে জেলা প্রশাসন।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা